হোম > বিনোদন > সিনেমা

শিকাগোতে ‘বেস্ট অব ফেস্ট’ জিতল বাংলাদেশি ‘রিকশা গার্ল’

বিনোদন প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের শিকাগো ইন্টারন্যাশনাল চিলড্রেনস ফিল্ম ফেস্টিভ্যালে ‘সেরার’ খেতাব জিতেছে অমিতাভ রেজা চৌধুরী নির্মিত চলচ্চিত্র ‘রিকশা গার্ল’। সদ্য অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসরের সেরা পুরস্কার ‘বেস্ট অব ফেস্ট’ জিতেছে বাংলাদেশি চলচ্চিত্রটি।

দুটি ক্যাটাগরিতে আয়োজিত হয় ‘শিকাগো ইন্টারন্যাশনাল চিলড্রেনস ফিল্ম ফেস্টিভ্যাল’। ক্যাটাগরি দুটি হলো, ৮-১০ বছর ক্যাটাগরি এবং ১১-১৪ বছর ক্যাটাগরি। এর মধ্যে দ্বিতীয় ক্যাটাগরিতে অংশ নেয় অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’।

এবারের উৎসবে ৫৪টি দেশের ৩০৪টি চলচ্চিত্র প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছিল। এর মধ্যে জুরি বোর্ডের বিচারে ৬৫টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে পুরো তালিকা প্রকাশ করে উৎসব কমিটি। সবগুলো পুরস্কারের মধ্যে সবার ওপরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ‘রিকশা গার্ল’।

‘রিকশা গার্ল’ চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন নাইমা নামের এক কিশোরী। তাকে ঘটনাক্রমে রিকশা চালানোকে পেশা হিসেবে গ্রহণ করে। চরিত্রে নাইমার ভূমিকায় অভিনয় করেন নভেরা রহমান। তাঁর মায়ের চরিত্রে অভিনয় করেন মোমেনা চৌধুরী। এ ছাড়া আরও অভিনয় করেছেন চম্পা, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘রিকশা গার্ল’। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিন্সের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি বানিয়েছেন নির্মাতা। ‘রিকশা গার্ল’ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ‘প্রেসকট ফিল্ম ফেস্টিভ্যাল’, জার্মানির ‘শ্লিঙ্গেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’সহ বিশ্বের বিভিন্ন দেশে পুরস্কৃত হয়েছে। প্রশংসা কুড়িয়েছে সিনেমাবোদ্ধাদের। শিগগির বাংলাদেশেও চলচ্চিত্রটি মুক্তির প্রস্তুতি হিসেবে বিভিন্ন পরিকল্পনা নিচ্ছেন সংশ্লিষ্টরা।

সুযোগ থাকলে ‘পদাতিক’ যেন দেশের হলে মুক্তি দেওয়া হয়

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ভাড়া কমিয়ে এফডিসিতে শুটিং বাড়ানোর উদ্যোগ

ঢাকায় ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হওয়ার মিথ্যা খবর ভারতীয় সংবাদমাধ্যমে

সুযোগ না থাকলে হয়তো নাটকেই থাকতাম

জনপ্রিয় হওয়ার বাসনা মানুষকে পরাজিত করছে

বিদেশে ঘুরে দেশের হলে ‘রিকশা গার্ল’

সেকশন