হোম > বিনোদন > সিনেমা

প্রস্তুত অপু-জায়েদ, আসছেন ঋতুপর্ণা

মীর রাকিব হাসান, ঢাকা

আগস্টে শুরু হওয়ার কথা ছিল অপূর্ব রানা পরিচালিত ‘জখম’ ছবির শুটিং। কিন্তু পিছিয়ে যায় শুটিংয়ের তারিখ। এই ছবিতে অভিনয় করবেন কলকাতার বেশ কয়েকজন শিল্পী। করোনা পরিস্থিতির কারণে ভারতীয় শিল্পীদের কাগজপত্র তৈরি আর শিডিউল মেলাতে না পারায় পেছাতে হয়েছে ছবির শুটিংয়ের তারিখ। পরিচালক আশা করছেন, আগামী মাসের মাঝামাঝি সময়ে শুটিং করতে পারবেন। সেভাবেই নিজেদের প্রস্তুত রাখছেন জায়েদ খান ও অপু বিশ্বাস। এই ছবির নায়ক-নায়িকা তাঁরা। এবারই প্রথম কোনো ছবিতে একসঙ্গে অভিনয় করবেন অপু ও জায়েদ। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

পরিচালক অপূর্ব রানা বলেন, ‘কলকাতার শিল্পীদের কাগজপত্র গুছিয়ে বাংলাদেশে এনে কাজটা শুরু করতে কিছুটা বিলম্ব হচ্ছে। আমি ইতিমধ্যেই প্রসেসিং শুরু করেছি। আশা করছি, আগামী মাসেই শুটিং শুরু করতে পারব। শুটিং শুরু হবে ঢাকায়। ঢাকার অংশ শেষ করে বাকি অংশের শুটিং হবে বান্দরবানসহ বেশ কয়েক জায়গায়।’

‘জখম’ ছবি নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘কয়েক বছর ধরেই চলচ্চিত্রে চলছে ক্রান্তিকাল। করোনা মহামারি আরও পিছিয়ে দিয়েছে আমাদের। এমন পরিস্থিতিতে প্রযোজকেরা ছবি নির্মাণে আগ্রহী হচ্ছেন না। নতুন ছবির অভাবে একের পর এক সিনেমা হল বন্ধ হচ্ছে। এই দুঃসময়ে এ ধরনের   সিনেমা নির্মাণ ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক। আমি শাপলা মিডিয়াকে সাধুবাদ জানাই। খুব ভালো একটা ছবি হতে যাচ্ছে।’

কলকাতার শিল্পীদের কাগজপত্র গুছিয়ে বাংলাদেশে এনে কাজটা শুরু করতে কিছুটা বিলম্ব হচ্ছে। আশা করছি, আগামী মাসেই শুটিং শুরু করতে পারব। শুটিং শুরু হবে ঢাকায়।

দীর্ঘ বিরতির পর জনপ্রিয় দুই নায়িকাকে নিয়ে পর্দায় ফিরছেন জায়েদ খান। সর্বশেষ তাঁকে দেখা যায় ‘প্রতিশোধের আগুন’ ছবিতে। ‘জখম’ ছবির গল্পে ঋতুপর্ণা অভিনয় করবেন জায়েদের বোনের চরিত্রে। আর জায়েদের নায়িকার ভূমিকায় থাকবেন অপু বিশ্বাস। এ ছবির জন্য অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছেন জায়েদ।

প্রায় দুই বছর পরে ক্যামেরার সামনে ফেরা প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘আমার “অন্তর্জ্বালা” সিনেমার সফলতার পর সেভাবে আর গড়পড়তা সিনেমা করতে চাইনি। পরে অনেক প্রস্তাব পেলেও সাংগঠনিক কাজে ব্যস্ত ছিলাম, দেশের পরিস্থিতি ভালো ছিল না। অপেক্ষা করছিলাম বড় বাজেটের, ভালো গল্পের জন্য। সেই সুযোগটি পেয়েছি। এই ছবিতে আমাকে তিনটি ভিন্ন ভিন্ন লুকে দেখা যাবে। এর বাইরে বেশি কিছু বলতে চাই না। বাকিটা চমক হয়েই থাকুক।’

আমাকে দেখে দর্শক চমকে উঠবে

সুযোগ থাকলে ‘পদাতিক’ যেন দেশের হলে মুক্তি দেওয়া হয়

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ভাড়া কমিয়ে এফডিসিতে শুটিং বাড়ানোর উদ্যোগ

ঢাকায় ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হওয়ার মিথ্যা খবর ভারতীয় সংবাদমাধ্যমে

সুযোগ না থাকলে হয়তো নাটকেই থাকতাম

জনপ্রিয় হওয়ার বাসনা মানুষকে পরাজিত করছে

সেকশন