ঢাকা: টানা ১০০ দিন দেশে কাটিয়ে কলকাতায় ফিরে গেলেন রাফিয়াত রশীদ মিথিলা। সঙ্গে ছিল মেয়ে আইরা। গত ৩০ জুন সীমান্তের ওপারে তাঁদের অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন সৃজিত মুখার্জি।
বেনাপোল সীমান্তে পৌঁছে বেশ কিছু ছবি তোলেন মিথিলা। ওপারে অপেক্ষায় ছিলেন সৃজিত। তাঁর সঙ্গে দেখা হতেই আরও কিছু ছবি তুলে দিলেন ফেসবুকে। ক্যাপশনে লিখলেন, ‘একা থাকার ১০০ দিন পর।’
ঢাকা ছাড়ার আগে মিথিলা ‘অমানুষ’ ছবির শুটিং শেষ করেছেন। এটি তাঁর প্রথম ছবি। শেষ লটের শুটিং হয়েছে শ্রীমঙ্গলে। অনন্য মামুনের নির্দেশনায় এ ছবিতে মিথিলা অভিনয় করেছেন প্রবাসী নির্মাতার চরিত্রে। তাঁর নায়ক হিসেবে আছেন নিরব হোসেন। এর আগে-পরে ঈদের বেশ কিছু নাটকে অভিনয় করেছেন মিথিলা।