হোম > বিনোদন > সিনেমা

মানুষের এমন আচরণ দেখে আমরা ব্যথিত

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বরেণ্য অভিনয়শিল্পী আলমগীরের মৃত্যুর গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে খবর ছড়াতে থাকে নায়ক আলমগীর মারা গেছেন। দ্রুতই গুজবটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। খোঁজ নিয়ে জানা যায়, সুস্থ আছেন কিংবদন্তি এ নায়ক। বাসাতেই রয়েছেন তিনি।

আরও জানা যায়, নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ অভিনেতা বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসি গিয়েছিলেন। সেখানে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে সময় কাটিয়েছেন। আড্ডা দিয়েছেন নায়ক সাইমনের সঙ্গেও।

নিশ্চিত না হয়ে মিথ্যা তথ্যে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোয় আহত হয়েছেন তাঁর মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘আব্বুকে নিয়ে কে বা কারা গুজব ছড়িয়েছে বুঝতে পারছি না। তবে আব্বু ভালো আছেন, নিরাপদ ও সুস্থ আছেন।’ ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘মানুষের এমন আচরণ দেখে আমরা খুব ব্যথিত।’ তাঁর স্ত্রী প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা বলেন, ‘এ ধরনের গুজবে আমরা মর্মাহত। কে বা কারা এমন গুজব রটায় জানি না। এটি খুবই অস্বস্তির এবং দুঃখজনক। নায়ক আলমগীর ভালো আছেন, সুস্থ আছেন। তিনি বাসাতেই আছেন।’

আলমগীর বলেন, ‘এ নিয়ে আর কী বলব! এ ধরনের গুজব ছড়ানোয় কার কী স্বার্থ আছে জানি না। তবে এ ধরনের গুজব ছড়ানো ঠিক নয়।’ গুজব রটনাকারীদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন আলমগীর।

রিকশাশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশিত হলো ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’

শেষ হলো ঢাকা চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর

আমাকে দেখে দর্শক চমকে উঠবে

সুযোগ থাকলে ‘পদাতিক’ যেন দেশের হলে মুক্তি দেওয়া হয়

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ভাড়া কমিয়ে এফডিসিতে শুটিং বাড়ানোর উদ্যোগ

ঢাকায় ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হওয়ার মিথ্যা খবর ভারতীয় সংবাদমাধ্যমে

সেকশন