বিনোদন প্রতিবেদক, ঢাকা
বরেণ্য অভিনয়শিল্পী আলমগীরের মৃত্যুর গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে খবর ছড়াতে থাকে নায়ক আলমগীর মারা গেছেন। দ্রুতই গুজবটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। খোঁজ নিয়ে জানা যায়, সুস্থ আছেন কিংবদন্তি এ নায়ক। বাসাতেই রয়েছেন তিনি।
আরও জানা যায়, নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ অভিনেতা বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসি গিয়েছিলেন। সেখানে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে সময় কাটিয়েছেন। আড্ডা দিয়েছেন নায়ক সাইমনের সঙ্গেও।
আলমগীর বলেন, ‘এ নিয়ে আর কী বলব! এ ধরনের গুজব ছড়ানোয় কার কী স্বার্থ আছে জানি না। তবে এ ধরনের গুজব ছড়ানো ঠিক নয়।’ গুজব রটনাকারীদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন আলমগীর।