বিনোদন ডেস্ক
সৌমিত্র চট্টোপাধ্যায়ের সব গল্প কি জানা হয়েছে? কলকাতার সংবাদমাধ্যম কিংবা সহকর্মীরা এখনো তাঁকে নিয়ে কত কিছু জানছেন আগ্রহ নিয়ে। পরান বন্দ্যোপাধ্যায় যেভাবে দেখেছেন তাঁকে, লিলি চক্রবর্তী হয়তো সেভাবে নয়। কৌশিক সেনের কাছে তিনি আদর্শ শিক্ষক, যাঁর কাছে অভিনয়ের অ আ ক খ শেখা। মমতাশঙ্কর জানতেনই না, ‘প্রেম মোদিত মানস কহ রাম রাম রাম’ গানটি সৌমিত্র কী চমৎকারভাবে গাইতেন। কিংবদন্তি অভিনেতার এমন অজানা অচেনা অনেক দিক যত্ন করে ক্যামেরাবন্দি করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সেই অজানা সৌমিত্রকেই বাংলা নববর্ষে, ১৫ এপ্রিল বাঙালির উপহার হিসেবে ‘অভিযান’ সিনেমার মাধ্যমে তুলে দিতে চাইছেন পরমব্রত।
আকিরা কুরসাওয়ার কাছে যেমন ছিলেন মিফুনে, তেমনই সত্যজিৎ রায়ের নায়ক ছিলেন সৌমিত্র। এই সৌমিত্রই আবার ছিলেন মঞ্চের সম্রাট। সাহিত্যের জগতেও পদচারণা। রঙের তুলি হাতে ধরলে ক্যানভাসে ফুটে উঠত তাঁর মনের কল্পনা। আদ্যোপান্ত রাজনীতিসচেতন মানুষ। শিল্পীর এই অসামান্য সফরকেই পর্দায় তুলে ধরেছেন পরমব্রত।
ট্রেলার লিংক: