বিনোদন প্রতিবেদন, ঢাকা
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য অভিনেতা আহমেদ রুবেলের মরদেহে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে রাখা হবে। ঢাকা থিয়েটারের উদ্যোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আহমেদ রুবেলকে শেষ শ্রদ্ধা ও দাফন নিয়ে সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। তিনি জানান, ঢাকা থিয়েটারের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আহমেদ রুবেলের মরদেহ বাংলাদেশ শিল্পকলাতে রাখা হবে। এখানে সর্বস্তরের মানুষ তাঁকে শ্রদ্ধা নিবেদন করবেন।
আজ বুধবার রাতে আহমেদ রুবেলের মরদেহ রাখা হবে মোহাম্মদপুরে আল মারকাজুলে হাসপাতালের হিমঘরে। শিল্পকলা প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন শেষে আগামীকাল দুপুরে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে গাজীপুরে। সেখানে উত্তর ছায়াবীথির জোড় পুকুরে বাদ আসর জানাজা নামাজ শেষে দাফন হবে।
আজ বুধবার সন্ধ্যায় বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে বসে নিজের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘পেয়ারার সুবাস’ দেখার কথা ছিল, রওনাও হয়েছিলেন তিনি। কিন্তু সেই সিনেমার উদ্বোধনী শোতে উপস্থিত হওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা আহমেদ রুবেল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৫ অক্টোবর গাজীপুরে জন্মগ্রহণ করেন। প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীনের ঢাকা থিয়েটার নাট্যদলের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি। আহমেদ রুবেল অভিনীত প্রথম টেলিভিশন নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’।
এরপর তিনি হুমায়ূন আহমেদের ঈদ নাটক ‘পোকা’য় অভিনয় করেন, যেখানে তাঁর অভিনীত ‘গোরা মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘শ্যামল ছায়া’, ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’, ‘অলাতচক্র’, ‘লাল মোরগের ঝুঁটি’, ‘চিরঞ্জীব মুজিব’ ও সর্বশেষ ‘পেয়ারার সুবাস’।