বিনোদন প্রতিবেদক, ঢাকা
দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলাদেশ প্যানারোমা ট্যালেন্ট সেকশনের মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে তরুণ নির্মাতা তাসনোভা তাবাসসুম নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টিপস’। চলচ্চিত্রটি আগামী ২৬ জানুয়ারি শুক্রবার বিকেল ৫টায় দেখা যাবে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক আদিবাসী তরুণীর এই যান্ত্রিক শহরের চাকচিক্যের ভিড়ে আকাঙ্ক্ষা আর আত্মমর্যাদার গল্প কে ঘিরে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন, মো: আল হাসিব খান। এতে অভিনয় করেছেন—ইগিমি চাকমা, নাফিস আহমেদ, মার্শিয়া শাওন, রাহাত আহমেদ ও জহির রায়হান।
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানকে সামনে রেখে চলছে ৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২ তম আসর। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।
জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, নৃত্যশালা মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাকাডেমি মিলনায়তনে প্রদর্শিত হবে চলচ্চিত্রগুলো।