হোম > বিনোদন > সিনেমা

বিবিসির চোখে বর্ষসেরা ১০ সিনেমা

বিনোদন ডেস্ক

‘দ্য সিড অব স্যাক্রেড ফিগ’ সিনেমার দৃশ্য

বছরজুড়ে যেসব সিনেমা প্রেক্ষাগৃহ ও ফেস্টিভ্যালে আলোচিত হয়, সেসবের মধ্য থেকে সেরার তালিকা প্রকাশ করা হয় বছর শেষে। বিবিসির চলচ্চিত্র সমালোচক নিকোলাস বারবার ও ক্যারিন জেমস জানিয়েছেন, তাঁদের চোখে ২০২৪ সালের সেরা ২০ সিনেমার নাম। সেই তালিকা থেকে সেরা ১০ সিনেমার তথ্য নিয়ে এ প্রতিবেদন।

ইমাকুলেট

সিনেমার ঘটনা একজন নানকে নিয়ে। তাকে মনোরম এক ইতালিয়ান কনভেন্টে থাকার আমন্ত্রণ জানানো হয়। ধীরে ধীরে সেখানকার ভয়ংকর রহস্যগুলো উন্মোচিত হতে থাকে তার সামনে। মাইকেল মোহান পরিচালিত সিনেমাটির মূল ভূমিকায় আছেন সিডনি সুইনি।

সিভিল ওয়ার

এক সাংবাদিক নিউইয়র্ক থেকে যাচ্ছে ওয়াশিংটন ডিসির দিকে। স্বৈরাচারী ফেডারেল সরকার ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারীদের মধ্যে গৃহযুদ্ধ চলছে। ওই সাংবাদিকের ইচ্ছা, বিদ্রোহীরা রাজধানী দখল করার আগেই প্রেসিডেন্টের সাক্ষাৎকার নেবে। সিনেমাটি বানিয়েছেন অ্যালেক্স গারল্যান্ড, কেন্দ্রীয় চরিত্রে আছেন কার্স্টেন ডানস্ট।

লাভ লাইস ব্লিডিং

১৯৮৯ সালের ঘটনা। এক জিম ম্যানেজার আর এক বডিবিল্ডার—এই দুই সমকামী নারী সম্পর্কে জড়ায়। জিম ম্যানেজার একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য, তার সূত্রে বডিবিল্ডারও জড়িয়ে পড়ে অপরাধের সঙ্গে। অভিনয়ে ক্রিস্টেন স্টুয়ার্ট ও কেটি ও’ব্রিয়ান।

নসফেরাতু

১৮৩৮ সালের জার্মানির একটি ঘটনা নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। নতুন বউ এলেনকে দু্ই বন্ধুর তত্ত্বাবধানে রেখে থমাস হাটার তার ক্লায়েন্ট কাউন্ট অরলকের সঙ্গে মিটিং করতে যায় ট্রানসিলভানিয়া। এদিকে এলেন এক অশুভ শক্তির মুখোমুখি হয়। রবার্ট এগারস পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন বিল স্কারসগার্ড, নিকোলাস হল্ট, লিলি-রোজ ডেপ প্রমুখ।

বেবিগার্ল

একটি রোবট কোম্পানির উচ্চপদে কাজ করে নিকোল কিডম্যান অভিনীত চরিত্র। আর হ্যারিস ডিকিনসনের চরিত্রটি সেই অফিসের ইন্টার্ন। হ্যারিস বয়সে ছোট হওয়া সত্ত্বেও তার প্রেমে পড়ে নিকোলের চরিত্রটি। বানিয়েছেন হ্যালিনা রেজিন।

অল উই ইমাজিন অ্যাজ লাইট

ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়ার সিনেমাটি কানসহ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। গোল্ডেন গ্লোবেও পেয়েছে দুটি মনোনয়ন। মুম্বাই শহরের দুই নার্সের গল্প, যারা নানা বিপদে পরস্পরের পাশে দাঁড়ায়।

দ্য সিড অব স্যাক্রেড ফিগ

এ বছরের অন্যতম আলোচিত সিনেমা। ইরানি নির্মাতা মুহম্মদ রাসুলফ পরিচালিত এ সিনেমায় উঠে এসেছে ইরানের বিচারব্যবস্থার চিত্র। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বসবাস ইমানের। সে তেহরান কোর্টের বিচারক। দেশজুড়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সরকারের সিদ্ধান্তে কোনো ধরনের প্রমাণ ছাড়াই অনেককে দণ্ড দেওয়ার নির্দেশ আসে তার ওপর। অভিনয়ে মিসাগ জারেহ, সোহেলা গোলেস্তানি, মাশা রোস্তামি প্রমুখ।

‘লাভ লাইস ব্লিডিং’ সিনেমার দৃশ্য

এমিলিয়া পেরেজ

ম্যাক্সিকোর চার নারীর গল্প, যারা প্রত্যেকে সুখের পেছনে ছুটছে। অখ্যাত আইনজীবী রিতার সঙ্গে যোগাযোগ করে এমিলিয়া। নিজের ভুয়া মৃত্যুসনদ তৈরি করে, যাতে সে নিজের মতো করে বাঁচতে পারে। অভিনয় করেছেন জো সালদানা, কার্লা সোফিয়া গাসকন, সেলেনা গোমেজ ও আদ্রিয়ানা পাজ।

আনোরা

ম্যানহাটনের একটি স্ট্রিপক্লাবে নাচে আনোরা। সেখানে তার সঙ্গে পরিচয় হয় রাশিয়ান অভিজাত পরিবারের সন্তান ভেনায়ার সঙ্গে। প্রেমে পড়ে তারা। বিয়ে করে। তবে যৌনকর্মীর সঙ্গে এই বিয়ে মেনে নেয় না ভেনায়ার পরিবার। তারা এ বিয়ে ভেস্তে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে আসে। এ বছরের কান চলচ্চিত্র উৎসবে পাম দ্য’র পুরস্কার পাওয়া সিনেমাটি বানিয়েছেন শন বেকার।

গ্লাডিয়েটর ২

অ্যাকাসিয়াসের নেতৃত্বে রোমান বাহিনী আক্রমণ করে লুসিয়াসের বাড়ি। অ্যাকাসিয়াসের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় লুসিয়াস। মহাকাব্যিক অ্যাকশন সিনেমাটি বানিয়েছেন রিডলি স্কট। অভিনয়ে পল মেসকাল, পেদ্রো পাসকাল, কনি নিয়েলসেন।

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ভাড়া কমিয়ে এফডিসিতে শুটিং বাড়ানোর উদ্যোগ

ঢাকায় ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হওয়ার মিথ্যা খবর ভারতীয় সংবাদমাধ্যমে

সুযোগ না থাকলে হয়তো নাটকেই থাকতাম

জনপ্রিয় হওয়ার বাসনা মানুষকে পরাজিত করছে

বিদেশে ঘুরে দেশের হলে ‘রিকশা গার্ল’

ভারতে মুক্তির আগেই ওটিটিতে শাকিব অভিনীত ‘দরদ’

সেকশন