হোম > বিনোদন > সিনেমা

আলোচিত সেই ‘হেনা’র দৃশ্য রিক্রিয়েট করলেন বাপ্পারাজ, সঙ্গে নাঈম-শাবনাজ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

হেনার খোঁজে নাঈমের কাছে বাপ্পারাজ। ছবি: ভিডিও থেকে নেওয়া

পর্দার ব্যর্থ প্রেমিক হিসেবে খ্যাতি রয়েছে বাপ্পারাজের। প্রায়ই তাঁর সিনেমার সংলাপ নিয়ে তৈরি হয় মিম। সোশ্যাল মিডিয়ায় ইদানীং আলোচনায় ‘প্রেমের সমাধি’ সিনেমার ‘চাচা, হেনা কোথায়’ সংলাপটি। ছেলেবুড়ো সবাই মেতে আছেন এ ট্রেন্ডে। ভাইরাল দৃশ্যটি এবার রিক্রিয়েট করলেন বাপ্পারাজ। তাঁর সঙ্গে ছিলেন পর্দার হেনার বাস্তবের জীবনসঙ্গী অভিনেতা নাঈম।

প্রেমের সমাধি সিনেমার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বকুল (বাপ্পারাজ) দীর্ঘদিন পর বাড়ি ফিরে তাঁর প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়ি সাজানো দেখতে পায়। সে হেনার বাবাকে (আনোয়ার হোসেন) জিজ্ঞেস করে, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়?’ জবাবে চাচা বলে, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুল তখন কান্নায় ভেঙে পড়ে, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না।’ এরপর ‘প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায়’ গানটি বাজতে থাকে।

‘চাচা, হেনা কোথায়’ সংলাপটি ভাইরাল হওয়ার পর বিষয়টি উপভোগ করার কথা জানিয়েছিলেন বাপ্পারাজ, শাবনাজ ও শাবনাজের স্বামী নাঈম। দর্শকদের ভালোবাসার প্রতিক্রিয়ায় এবার সেই দৃশ্য রিক্রিয়েট করলেন বাপ্পারাজ ও নাঈম। প্রেমের সমাধি মুক্তির ২৯ বছর আবার হেনার খোঁজে বের হলেন বাপ্পারাজ। তবে এবার হেনার বাবা নয়, গেলেন হেনার বাস্তবের জীবনসঙ্গী নাঈমের কাছে।

ভিডিওতে দেখা গেল, জিপ চালিয়ে নাঈমের কাছে যান বাপ্পারাজ, তাঁকে জিজ্ঞেস করেন, ‘নাঈম ভাই, হেনা কোথায়?’ নাঈম বাপ্পার দুই কাঁধে হাত রেখে বলেন, ‘বাপ্পা, তুই অনেক দেরি করে ফেলেছিস। হেনার তো অনেক আগেই আমার সঙ্গে বিয়ে হয়ে গেছে’। ‘না, আমি বিশ্বাস করি না’— বলেই নাঈমকে জড়িয়ে ধরে চিৎকার করতে লাগলেন বাপ্পা।

ভিডিওতে এক ঝলক দেখা গেল শাবনাজকেও। ছবি: ভিডিও থেকে নেওয়া

সঙ্গে সঙ্গেই পেছনে থাকা দিঠি আনোয়ার, ইমন সাহা, বিপ্লব, কোনালসহ কয়েকজন মিলে গাইতে শুরু করেন প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে, পাখি যায় উড়ে যায় গানটি। শেষ মুহূর্তে দেখা গেল পর্দার হেনা শাবনাজকেও। হাত নাড়তে নাড়তে বাপ্পা ও নাঈমের দিকে এগিয়ে গেলেন তিনি। নাঈম-শাবনাজের ফেসবুক পেজ থেকে প্রকাশের পর মুর্হূতেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।

দেখুন আলোচিত সেই ভিডিও:

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার