আজ পয়লা বৈশাখ। বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে নানা উৎসবের রীতি বহু বছরের। প্রাণের উৎসব ঘিরে তারকাদেরও রয়েছে নানা রকম স্মৃতি। ছোটবেলায় এই আনন্দের দিনটা কীভাবে কাটাতেন তা-ই জানালেন তারকা অভিনেত্রী, মডেল, উপস্থাপক ও কণ্ঠশিল্পী নুসরাত ফারিয়া।
ছোটবেলায় পয়লা বৈশাখে আমার সেভাবে মেলায় যাওয়া হতো না, তবে উৎসব পালন হতো। বাসায় সবাই মিলে মজা করে পান্তা-ইলিশ খেতাম। টেলিভিশনে আম্মু ‘এসো হে বৈশাখ’ গানটি ছেড়ে দিতেন। দিনটি উপলক্ষে বাসায় অনেক পদের রান্না হতো তখন। ভর্তা ও মাছের সেই আয়োজনগুলো ভীষণ মিস করি। আমার কাছে মনে হয় ছোটবেলার দিনগুলোই ভালো ছিল, এখন যত বড় হচ্ছি, দায়িত্ব বাড়ছে। এখন আর আগের মতো কোনো কিছুই এনজয় করতে পারি না।