হোম > বিনোদন > সিনেমা

এবার পুত্রসন্তানের বাবা হলেন জিৎ

গত মাসেই স্ত্রীর গর্ভাবস্থার ছবি দিয়ে টালিউড অভিনেতা জিৎ দ্বিতীয়বার বাবা হতে চলার খবর ভাগ করেছিলেন দর্শক-অনুরাগীদের সঙ্গে। আর অক্টোবরেই এসে গেল নতুন সদস্য। দ্বিতীয় সন্তান জন্মের খবর সামাজিক মাধ্যমে জানিয়েছেন অভিনেতা। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে খুশির খবরটি দেন জিৎ।

জিৎ লিখেছেন, ‘হৃদয়ে একরাশ কৃতজ্ঞতা নিয়ে আমাদের পুত্র সন্তানের এই পৃথিবীতে আসার খবর সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। প্রার্থনায় রাখবেন আমাদের।’

সুখবর শেয়ার করতেই শুভেচ্ছায় ভাসছেন জিৎ। মন্তব্যে টালিউড অভিনেত্রী শুভশ্রী লিখেছেন, ‘অভিনন্দন, আমি তো আগেই বলেছিলাম তোমায়।’ টালিউডের শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ ভালোবাসায় ভরালেন অভিনেতার অনুরাগীরাও।

এর আগে প্রেগনেন্সি খবর শেয়ার করে বিশেষ ফটোশুটের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় জিৎ লিখেছিলেন, ‘খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পরিবারের সদস্য সংখ্যা বাড়তে চলেছে। আমাদের দ্বিতীয় সন্তান আসতে যাচ্ছে। আমাদের প্রার্থনায় রাখবেন।’

২০১১ সালে স্কুল শিক্ষিকা মোহনার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন জিৎ। তাঁদের একমাত্র মেয়ের নাম নবন্যা। প্রথম কন্যা সন্তান জন্মের ১১ বছর পর পরিবারে নতুন সদস্য এসেছে জিৎ-মোহনা দম্পতির।

উল্লেখ্য, জিৎ-কে সবশেষ দেখা গেছে ‘চেঙ্গিজ’ সিনেমায়। যা মুক্তি পেয়েছিল হিন্দি ও বাংলায় একসঙ্গে, পুরো ভারতজুড়ে। এরপর তাঁকে দেখা যাবে ‘বুমেরাং’, ও বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমদ্দার ‘মানুষ’ সিনেমায়।

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার