হোম > বিনোদন > সিনেমা

কায়রো উৎসবে জায়গা পেল মেহজাবীন অভিনীত সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

মেহজাবীন চৌধুরী। ছবি: ইনস্টাগ্রাম

এক যুগের বেশি সময় ছোট পর্দায় অভিনয়ের পর সিনেমায় নাম লিখিয়েছেন মেহজাবীন চৌধুরী। ইতিমধ্যে শেষ করেছেন দুটি সিনেমার কাজ। গত সেপ্টেম্বরে টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে মেহজাবীনের প্রথম সিনেমা ‘সাবা’র। প্রথমটির মতো তাঁর দ্বিতীয় সিনেমার প্রিমিয়ারও হচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। মিশরের কায়রো চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ‘প্রিয় মালতী’।

মিশরের কায়রো অপেরা হাউজে ১৩ নভেম্বর থেকে শুরু হবে ৪৫তম কায়রো ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের আন্তর্জাতিক সিনেমা বিভাগে স্থান করে নিয়েছে প্রিয় মালতী। আজ সোশ্যাল মিডিয়ায় তথ্যটি নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ। প্রিয় মালতীসহ এ বিভাগে জায়গা পেয়েছে বিভিন্ন দেশের ১৬টি সিনেমা।

সাবার মতো প্রিয় মালতীতেও নামভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। আন্তর্জাতিক উৎসবে প্রিয় মালতীর প্রিমিয়ার নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রিয় মালতী কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। আমরা কখনও ভাবিনি বাংলাদেশের ওপর ভিত্তি করে তৈরি গল্প প্রিয় মালতী আন্তর্জাতিক মঞ্চেও এতটা প্রাসঙ্গিক হবে। এটি আমাদের টিমের জন্য একটি বিশাল সাফল্য ও গর্বের সংবাদ।’

প্রিয় মালতী সিনেমার মাধ্যমে বড় পর্দার পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে শঙ্খ দাসগুপ্তর। সিনেমার গল্পও তাঁর লেখা। শঙ্খর সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আবু সাঈদ রানা। নির্মাতা বলেন, ‘কায়রো চলচ্চিত্র উৎসব আফ্রিকা মহাদেশের অন্যতম বড় একটি উৎসব। আমার প্রথম সিনেমা এই উৎসবে প্রিমিয়ার হচ্ছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া ও গর্বের। এর আগে এ উৎসবে বাংলাদেশের মাটির ময়না ও নো ম্যানস ল্যান্ড সিনেমা দুটি প্রদর্শিত হয়েছিল। এবার প্রিয় মালতী অংশ নিচ্ছে।’

‘প্রিয় মালতী’ সিনেমার পোস্টারে মেহজাবীন। ছবি: সংগৃহীত

সিনেমার গল্প প্রসঙ্গে শঙ্খ দাসগুপ্ত বলেন, ‘আমার দর্শনের অনেক কিছুই এখানে প্রতিফলিত হয়েছে। এখানে রাজনীতির প্রসঙ্গও আছে, তবে এটি প্রচলিত রাজনীতি নয়, কিছুটা অন্যরকম। আমি বিশ্বাস করি, আর্ট রাজনীতির বাইরে নয়। যাপিত জীবনের গল্প আছে সিনেমায়, তাই দর্শকরা সহজেই কানেক্ট করতে পারবেন।’

এ পোস্টার প্রকাশ করে প্রিয় মালতীর স্থান পাওয়ার খবর জানিয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

কায়রো উৎসবে প্রিয় মালতীর চারটি প্রদর্শনী দেখা যাবে। দুটি সিনেমা রাখা হয়েছে দর্শকদের জন্য, একটি দেখবেন সংবাদকর্মী ও আমন্ত্রিত অতিথিরা, আরেকটি প্রদর্শনী রাখা হয়েছে জুরি বোর্ডের সদস্যদের জন্য। নির্মাতা জানান, ১৬ থেকে ২২ নভেম্বর প্রিয় মালতীর শো অনুষ্ঠিত হবে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে প্রদর্শনীর সময়সূচি। এতে উপস্থিত থাকবেন প্রিয় মালতীর টিমের সদস্যরা। উৎসবে অংশ নিতে ১৩ নভেম্বর মিশরের উদ্দেশে রওনা দেবেন বলে জানান নির্মাতা।

মেহজাবীন ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ। চলতি বছরই দেশের প্রেক্ষাগৃহে প্রিয় মালতী মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফ্রেম পার সেকেন্ড ও চরকি।

সুযোগ থাকলে ‘পদাতিক’ যেন দেশের হলে মুক্তি দেওয়া হয়

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ভাড়া কমিয়ে এফডিসিতে শুটিং বাড়ানোর উদ্যোগ

ঢাকায় ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হওয়ার মিথ্যা খবর ভারতীয় সংবাদমাধ্যমে

সুযোগ না থাকলে হয়তো নাটকেই থাকতাম

জনপ্রিয় হওয়ার বাসনা মানুষকে পরাজিত করছে

বিদেশে ঘুরে দেশের হলে ‘রিকশা গার্ল’

সেকশন