বিনোদন প্রতিবেদক, ঢাকা
চিত্রনায়িকা পরীমণির জীবনের সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পেয়েছেন বাংলাদেশ থেকে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর পরীমণির পাশে দাঁড়িয়েছেন তিনি।
গতকাল শুক্রবার গভীর রাতে পরীমণি এক স্ট্যাটাসে স্বামী শরিফুল ইসলাম রাজের সঙ্গে সম্পর্কচ্ছেদের ইঙ্গিত দেন। অনেকেই পরীমণির পাশে দাঁড়িয়েছেন, তাঁকে ধৈর্য ধরতে বলেছেন। সর্বশেষ তসলিমা নাসরিন এই দলে যোগ দিলেন।
আজ শনিবার ভোরে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে---। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।
গতকাল রাতে ফেসবুক স্ট্যাটাসে পরীমণি লেখেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার চেয়ে জরুরি আর কিছুই নেই।’
গত নভেম্বরে রাজকে নিয়ে পরীমণি ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের কথার লড়াই চলে। শেষ পর্যন্ত মিমও রাজের সঙ্গে আর পর্দা ভাগ করবেন না বলে ঘোষণা দেন। তবে কি মিম ইস্যুতেই ঘর ভাঙছে রাজ-পরীর?
পরীমণি সম্পর্কিত আরও পড়ুন: