চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত নাট্যশিল্পী, প্রবীণ নাট্যসংগঠক অভিনেতা মাসুদ আলী খান। আজ বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর গ্রিন রোডের নিজ বাসভবনে মারা গেছেন তিনি। মাসুদ আলী খান দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। দীর্ঘদিন অভিনয়ও করতে পারছিলেন না। বয়সের ভারে ঠিকমতো হাঁটাচলাও করতে পারতেন না তিনি। হুইলচেয়ারে চলাফেরা করতেন। তাই বেশির ভাগ সময় ঘরেই কাটাতে হতো মাসুদ আলী খানকে। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। অভিনেতার মৃত্য সংবাদটি নিশ্চিত করেছেন রবিন মণ্ডল। তিনিই অভিনেতার দেখাশোনা করতেন। মৃত্যুর সময় অভিনেতার পাশে ছিলেন তাঁর মেয়ে ও জামাতা।
১৯৫৬ সালে দেশের প্রথম নাটকের দল ড্রামা সার্কেলের সঙ্গে যুক্ত হন মাসুদ আলী খান। সেই থেকে ৫ দশকেরও বেশি সময় টানা অভিনয় করেছেন তিনি।
তাঁর অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘দুই দুয়ারি’, ‘দীপু নাম্বার টু’ ও ‘মাটির ময়না’। তাঁর অভিনীত আলোচিত কয়েকটি নাটক ‘কূল নাই কিনার নাই’, ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’ ইত্যাদি।