বিনোদন প্রতিবেদক, ঢাকা
অ্যাওয়ার্ড বাণিজ্য নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী। আজ দুপুরে তাঁর ফেসবুকে অ্যাওয়ার্ড বাণিজ্য নিয়ে পোস্ট করেছেন তিনি।
ওমর সানী লিখেছেন, ‘অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে, প্রায় ৮০% অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অফার ছিল আমাদের দুজনের। কিন্তু যাই নি যখন ফিল করব যাওয়া উচিত তখন দেখা যাবে। আমাদের যাওয়া নিয়ে কিছু যায় আসে না, কিন্তু তারপরও বলব অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে।’
এ বিষয়ে আজকের পত্রিকা ওমর সানী বলেন, ‘ইদানীং অনেক অ্যাওয়ার্ড অনুষ্ঠান দেখি। যেখানে আবার দেশের বাইরের অনেক তারকাদের হাত থেকেও পুরস্কার নিতে দেখি। প্রায় প্রতিটি অনুষ্ঠানেই আমার আর মৌসুমীর দাওয়াত ছিল, অনেকগুলোতে সরাসরি টাকার অফারও ছিল। কিন্তু আমরা দুজনের কেউই যাইনি। কারণ এসব অনুষ্ঠানে টাকার বিনিময়ে লাইন ধরে পুরস্কার বিতরণ করা হয়।’
ওমর সানী আরও বলেন, ‘যোগ্যতার বিচার না করে অ্যাওয়ার্ড বিতরণের সংস্কৃতি আমাদের নবাগত অভিনেতা–অভিনেত্রীদের অহংকারী করে তুলছে। আমাদের এটা থেকে বের হতে হবে। সম্মাননা আমি কেন নিচ্ছি, আমার অবদান বা অংশগ্রহণ এতে কি বিষয়টি তারকাদের মাথায় রাখতে হবে।’