বিনোদন ডেস্ক
ওপার বাংলায় নিয়মিত অভিনেত্রী হয়ে উঠছেন বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা। ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট ২’-এর পর এবার ‘আয় খুকু আয়’ সিনেমায় দেখা যাবে তাঁকে। ছবিতে টালিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন মিথিলা।
পশ্চিমবঙ্গের একাধিক গণমাধ্যমের খবরে জানা যায়, আজ শনিবার আয় খুকু আয় সিনেমার প্রথম টাইটেল ট্র্যাক মুক্তি পায়। আর এতেই প্রথম দর্শক দেখতে পেল নতুন ছবিতে মিথিলার লুক। তাঁর স্নিগ্ধতা মন ছুঁয়ে গেল ভক্তদের। সাজে একেবারে বাঙালিয়ানা—ছিমছাম শাড়ি, হাতখোঁপা আর লাল টিপে মিথিলা যেন ‘মায়ের অবতার’। ছবিতে সদ্যোজাত মেয়ে ‘বুড়ি’র মায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে।