Ajker Patrika
হোম > বিনোদন > সিনেমা

অসুস্থ হয়ে হাসপাতালে ঋত্বিকা সেন

বিনোদন ডেস্ক

অসুস্থ হয়ে হাসপাতালে ঋত্বিকা সেন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে টালিউড অভিনেত্রী ঋত্বিকা সেনকে। অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে বিষয়টি জানিয়েছেন। অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা যায় তাঁর নাকেমুখে নল লাগানো। ছবিতে অভিনেত্রীকে বেশ অসুস্থ এবং দুর্বল দেখা যায়।

অভিনেত্রী ঋত্বিকা জানান, ‘আবহাওয়ার পরিবর্তনের জেরে বেশ কিছুদিন ধরেই শরীরটা ঠিক নেই। গত সপ্তাহ থেকেই বুকে কফ রয়েছে, কাশি হচ্ছে, প্রবল ক্লান্তি রয়েছে। হাসপাতালে গিয়ে ডাক্তারকে দেখালাম। বললেন ইনফেকশন হয়েছে।’ 

অভিনেত্রী আরও বলেন, ‘অসুস্থ না হওয়া পর্যন্ত কেউ স্বাস্থ্যের দিকে নজর দিই না।’ 

টালিউড অভিনেত্রী ঋত্বিকা সেনঅভিনেত্রী জানান, ডাক্তার প্রেসক্রিপশনে প্রয়োজনীয় ওষুধ লিখে দিয়েছেন। সেই ওষুধ খাওয়ার পাশাপাশি বিশ্রামে রয়েছেন তিনি। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন বলেও জানান এ অভিনেত্রী। 

বেলগাছিয়া রাজবাড়িতে আগামী সিনেমার শুটিং করছিলেন অভিনেত্রী ঋত্বিকা। সেখানে কাজ করার সময়ই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। প্রাথমিকভাবে পাত্তা না দিলেও পরে বাড়াবাড়ি হওয়ায় তাঁকে হাসপাতালে যেতে হয়। আপাতত ১৫ দিনের জন্য বেড রেস্ট নিতে বলেছেন তাঁকে চিকিৎসক। 

শিশুশিল্পী হিসেবে টালিউডে অভিনয় শুরু করেছিলেন ঋত্বিকা। ২০১২ সালের ব্যবসাসফল সিনেমা ‘১০০% লাভ’ সিনেমায় তিনি নায়িকা হিসেবে সুযোগ পান। তারপর ‘চ্যালেঞ্জ ২ ’, ‘বরবাদ’, ‘আরশিনগর’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। বাংলার পাশাপাশি দক্ষিণী সিনেমায়ও অভিনয় করেছেন ঋত্বিকা। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর ভক্ত ও অনুরাগীরা।

ঈদে আসছে ‘ছোটকাকু চ্যাপ্টার টু’

‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’র পর নতুন সিনেমায় হিমু, সঙ্গে সায়রা

কেমব্রিজে পৌঁছাল দেশের প্রথম ম্রো ভাষার সিনেমা ‘ডিয়ার মাদার’

রাফী-তমার সম্পর্ক নিয়ে গুঞ্জন, বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ তমার

তিন নায়কের লড়াই হবে ঈদে

চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে চান জাহিদ

‘বরবাদ’ সিনেমায় ভয়ংকর শাকিবের লড়াই যীশুর সঙ্গে

হলিউডকে পেছনে ফেলে সেরা অ্যানিমেশন সিনেমা ‘নে ঝা টু’

আসছে ‘আতরবিবিলেন’

চলে গেলেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, প্রেক্ষাগৃহে আসছে তাঁর শেষ সিনেমা ‘চাঁদের অমাবস্যা’