বিনোদন ডেস্ক
বাংলা ভাষায় সিনেমা বানিয়ে পরিচিতি পেয়েছেন সৃজিত মুখোপাধ্যায়। মাঝে মাঝে ঢুঁ দিয়েছেন হিন্দিতেও। ২০১৭ সালে নিজের সিনেমা ‘রাজকাহিনি’ হিন্দিতে রিমেক করেন ‘বেগমজান’ নামে, যাতে অভিনয় করেন বিদ্যা বালান। এরপর ২০২২ সালে তাপসী পান্নুকে নিয়ে ‘সাবাশ মিঠু’ আর পঙ্কজ ত্রিপাঠীকে নিয়ে বানান ‘শেরদিল’। এর আগে হিন্দি ভাষায় বানিয়েছেন ‘রে’ ওয়েব সিরিজ।
তবে কোনোটিই সেভাবে সাফল্য পায়নি বক্স অফিসে। আবারও সৃজিত পা রাখছেন হিন্দি সিনেমার চত্বরে। তবে এবার ইতিহাস কিংবা ক্রীড়া নয়; সৃজিত ভরসা রেখেছেন গোয়েন্দা কাহিনিতে। বিশ্ববিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের অনুপ্রেরণায় নতুন সিনেমার গল্প লিখেছেন তিনি।
শুক্রবার মুক্তি পেল সৃজিতের নতুন সিনেমা ‘শেখর হোম’-এর ফার্স্ট লুক। পাজল আকারে সোশ্যাল মিডিয়ায় একটি মোশন পোস্টার শেয়ার করেছেন তিনি, যেখানে একাধিক ব্লক পরপর সেজে ধীরে ধীরে ফুটে উঠেছে শার্লক হোমসের মুখ। গায়ে কোট, মাথায় টুপি।
ক্যাপশনে সৃজিত লিখেছেন, ‘সব ছবিকে একসঙ্গে জুড়লেই বুঝতে পারবেন, কেন একমাত্র এই মানুষটাই আমার সমস্ত রহস্যের সমাধান করতে পারেন।’ সঙ্গে এটাও জানিয়েছেন, শেখর হোম সিনেমাটি তৈরি হচ্ছে স্যার আর্থার কোনাল ডয়েলের লেখার অনুপ্রেরণায়।