বিনোদন প্রতিবেদক, ঢাকা
নব্বইয়ের দশকের আলোচিত এক হত্যাকাণ্ড নিয়ে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘মার্ডার ৯০’। আবু হায়াত মাহমুদের পরিচালনায় এতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন প্রার্থনা ফারদিন দীঘি ও খাইরুল বাসার। সৈয়দ আশিক রহমানের গল্প ভাবনায় ফিল্মটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন।
ওয়েব ফিল্মটির গল্প নিয়ে অভিনেতা খাইরুল বাসার বলেন, ‘নব্বইয়ের দশকে ঘটে যাওয়া একটি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। তবে এখনই সব প্রকাশ করছি না আমরা। চিত্রনাট্যটি পড়ার পর সেই সময়কার পেপার-পত্রিকা ঘেঁটে দেখলাম, বিষয়টি তখন সারা দেশ নাড়া দিয়েছিল। আমাদের চিত্রনাট্যটিও দারুণ হয়েছে। ঠিকঠাকমতো করতে পারলে এটিও আলোচিত হবে।’
একসঙ্গে কাজ না করলেও দীঘির অনেক কাজ দেখেছেন খাইরুল বাসার। সহশিল্পী হিসেবে দীঘিকে পেয়ে তাঁর মূল্যায়ন, ‘আগে একসঙ্গে কাজের সুযোগ না হলেও চরকিতে দীঘির ‘শেষ চিঠি’ দেখেছি। বেশ ভালো কাজ করেন তিনি। চিত্রনাট্য পড়ে মনে হয়েছে, চরিত্রটিতে দীঘিকে মানাবে।’
ফিল্মটি নিয়ে নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘এটি একটি পিরিওডিক্যাল ক্রাইম ওয়েব ফিল্ম। প্রথম ধাপে মানিকগঞ্জের লোকেশনে চার দিনের শুটিং হবে। এরপর ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং চলবে।’
ঈদে আরটিভি প্লাস নামের ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কথা রয়েছে ‘মার্ডার ৯০’। এতে দীঘি, বাসার ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রুনা খান, সাজু খাদেম, শিল্পী সরকার অপু প্রমুখ।