বিনোদন ডেস্ক
২০১৯ সালের জনপ্রিয় মালয়ালম সিনেমা ‘লুকা’। সিনেমাটি এবার আসছে বাংলা ভাষায়। জানা গেছে, আগামীকাল চরকিতে প্রথমবারের মতো মুক্তি পাবে বাংলা ভাষায় ডাবিং করা অরুণ বোস পরিচালিত মালয়ালম সিনেমাটি।
‘লুকা’ সিনেমার গল্পের প্রধান দুই চরিত্র লুকা ও নীহারিকা। দক্ষিণ ভারতের কোচি শহরের দুই ভীষণ মেধাবী স্ক্র্যাপ আর্টিস্ট লুকা আর নীহারিকা। একটি প্রদর্শনীতে তাদের পরিচয় হয়। এরপরই প্রেম।