বিনোদন প্রতিবেদক, ঢাকা
সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে ‘প্রিয় সত্যজিৎ’ নামের সিনেমা বানিয়েছেন প্রসূন রহমান। বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে সিনেমাটি। এবার দর্শকদের দেখার পালা। তবে প্রেক্ষাগৃহে নয়, ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাবে প্রিয় সত্যজিৎ। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা প্রসূন।
তবে কোন প্ল্যাটফরমে দেখা যাবে সিনেমাটি, তা জানাননি তিনি। প্রিয় সত্যজিৎ সিনেমায় সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল।
উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে ‘প্রিয় সত্যজিৎ’ সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হয় কানাডার ভ্যাংকুবার সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর এটি প্রদর্শিত হয় ইতালির ফ্লোরেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ও ভারতের কেরালা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। এর মধ্যে ফ্লোরেন্স উৎসবে ‘প্রিয় সত্যজিৎ’ বিশেষ পুরস্কার পায়।