বিনোদন ডেস্ক
সম্প্রতি কোনো রকম মেকআপ ছাড়াই ইনস্টাগ্রামে একটি মজার রিল ভিডিও শেয়ার করে ট্রলের শিকার হয়েছেন টালিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই ভিডিওতে তিনি দেখান প্রিয় বন্ধু ফোন না তুললে ঠিক কী করা উচিত। আর এতে অভিনয় করেছিলেন অভিনেত্রী নিজেই।
সেই ভিডিওটি অনুরাগীদের মনে ধরে। পোস্টের মন্তব্যে অভিনেত্রীকে সে কথা জানিয়েছেন অনেকে। ভিডিওতে শুভশ্রী হাজির হয়েছিলেন সাদা রঙের একটি স্যাটিনের শার্টে। তাঁর ঠোঁটে ছিল লিপস্টিক। তবে মুখে কোনো রকম মেকআপ ছাড়াই হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। এত দূর পর্যন্ত সবকিছুই ঠিক ছিল। কিন্তু বিপত্তি হয় অন্য জায়গায়। নেটিজেনদের একাংশ শুভশ্রীর মেকআপহীন চেহারা নিয়ে কটাক্ষ শুরু করে।
একজন মন্তব্যে লেখেন, ‘প্লাস্টিক সার্জারিটা এতটাই খারাপ হয়েছে। মনে হচ্ছে যেন মুখ থেকে প্লাস্টিক গলে গলে পড়ছে।’ আফসোসের সুরে এক অনুরাগী লিখেছেন, ‘পরিণীতায় অভিনয় করার সময়ে অনেক বেশি সুন্দর ছিলেন আপনি।’
সম্প্রতি ‘ইন্দুবালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন শুভশ্রী। সে জন্য দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি তিনি।