হোম > বিনোদন > সিনেমা

কানে পুরস্কৃত বাংলাদেশের ‘মুন্নি’

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মার্শে দ্যু ফিল্ম’-এ তথ্যচিত্র বিভাগে পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘মুন্নি’। বিভাগের ‘থিঙ্ক-ফিল্ম ইমপেক্ট অ্যাওয়ার্ড’ পেয়েছে তথ্যচিত্রটি। মঙ্গলবার স্থানীয় সময় সাড়ে ৫টায় ‘কানডকস-এর ডকস ইন প্রোগ্রেস (যেসব ছবির কাজ পুরোপুরি শেষ হয়নি) বিভাগের এই পুরস্কার ঘোষণা হয়।

‘মুন্নি’ তথ্যচিত্রটির দৈর্ঘ্য ৯০ মিনিট। আবু শাহেদ ইমনের প্রযোজনায় এটি বানিয়েছেন তাহরিমা খান। এবারের উৎসবে যেতে পারেননি তথ্যচিত্রটির নির্মাতা ও প্রযোজক। তবে জুম-এর মাধ্যমে উৎসবে যোগ দিয়েছেন তাঁরা। নির্মাতা তাহরিমা খান বলেন, ‘আমি খুবই আনন্দিত। ডিসেম্বরের মধ্যে কাজটি শেষ করে ২০২২ সালের শুরুর দিকে এটি প্রদর্শনের ইচ্ছা আছে। আমি মনে করি, আমার এই প্রাপ্তি, আমার নির্মাণ সবাইকে অনুপ্রেরণা জোগাবে।’

বাংলাদেশের ‘মুন্নি’ নির্মিত হয়েছে টাঙ্গাইলের একদল কিশোরী ফুটবল খেলোয়াড় ও তাদের প্রশিক্ষক কামরুন্নাহার মুন্নিকে ঘিরে। শিক্ষকতার পাশাপাশি ৩০ জন টিনএজারকে ফুটবল প্রশিক্ষণ দেন মুন্নি। তিনি শুধু ফুটবল খেলোয়াড় হিসেবে সবাইকে তৈরি করছেন না, তারা যাতে দৃঢ় মানসিকতা নিয়ে বড় হয়, সে লক্ষ্যেও কাজ করছেন। ইয়াং ফুটবলারদের সংগ্রাম উঠে আসবে এতে।

‘কানডকস’-এ এবারই প্রথম সাউথ এশিয়ান শোকেসে চারটি ছবি নিয়ে আসে ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ অব বাংলাদেশ, আইএফআইবি। চারটি ছবির মধ্যে বাংলাদেশের মুন্নি ছাড়াও রয়েছে আফগানিস্তানের ‘বার্ডস স্ট্রিট’, ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় ‘থার্টিন ডেসটিনেশনস অব আ ট্র্যাভেলার’ এবং নেপালের ‘দেবী’৷ এর মধ্যে দেবী পেয়েছে ‘অনারারি মেনশন’ এবং মুন্নি পেয়েছে ‘থিঙ্ক-ফিল্ম ইমপেক্ট’ অ্যাওয়ার্ড।

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার