হোম > বিনোদন > সিনেমা

‘কাপুরুষেরা পালিয়ে থাকে’, আত্মগোপনে থাকা শিল্পীদের উদ্দেশে ওমর সানী

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে আছেন শোবিজের অনেক শিল্পী। অনেকের নামে হয়েছে মামলা। এক ভিডিও বার্তায় সেই শিল্পীদের পরামর্শ দিয়ে অভিনেতা ওমর সানী বলেন, ‘পালিয়ে না থেকে প্রকাশ্যে এসে তোমরা বল যে আমরা যা করেছি, তা ঠিক হয়নি। যারা কাপুরুষ, তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা কেন পালিয়ে থাকবা।’

গতকাল মঙ্গলবার ওমর সানী ভ্লগস ফেসবুক পেজে প্রকাশিত ৪ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে ওমর সানী বলেন, ‘ফিল্ম আর্টিস্ট ও সংগীতের আর্টিস্ট যারা সরকার পতনের পর অনেকেই পালিয়ে আছে, তাদের উদ্দেশে বলব, পালিয়ে থাকার তো দরকার নাই। তোমরা দল করেছ, দলের সঙ্গে জড়িত ছিলে। মার্ডার তো করো নাই। আমার মনে হয়, পালিয়ে থাকার চেয়ে প্রকাশ্যে এসে কথা বলা উচিত। কিছু মানুষ গালি দিবে, সেটা সহ্য করতে হবে। কিছু মানুষ বিদ্রূপ করবে, কিন্তু তোমাদের দোষগুলো স্বীকার করতে হবে।’

আত্মগোপনে থাকা শিল্পীদের প্রকাশ্যে আসার আহ্বান জানিয়ে ওমর সানী বলেন, ‘পালিয়ে না থেকে প্রকাশ্যে এসে তোমরা বল যে আমরা যা করেছি, তা ঠিক হয়নি। অপরাধ করে থাকলে বিচার হবে, বড়জোর কিছুদিন রিমান্ডে থাকতে পার। আমার তো মনে হয় না, তোমাদের যে অপরাধ, তার জন্য ফাঁসি হবে। যারা কাপুরুষ, তারা পালিয়ে থাকে। তোমরা শিল্পীরা কেন পালিয়ে থাকবা। আর দু-একজন স্টুপিড, যারা বিদেশে পালিয়ে আছে, ওদের দেশে আসার মতো কোনো মনমানসিকতা নাই। কারণ, ওরা তো জন্মগতভাবে কাপুরুষ।’

ওমর সানী আরও বলেন, ‘অনেক টেকনিশিয়ানও পালিয়ে আছে। তাদেরকেও বলব, প্রকাশ্যে আসো। লুকিয়ে থেকে কোনো লাভ নেই। ধরা দাও, প্রয়োজন হলে জেলে যাও। জেলে তো রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি থেকে আমাদের মতো সাধারণ মানুষ—অনেকেই যায়। পালিয়ে থাকার চেয়ে জেলখানায় থাকাও ভালো।’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার