হোম > বিনোদন > সিনেমা

উৎসবে বাংলাদেশের অর্জন

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এবারই প্রথম কোনো ছবি কান উৎসবে অফিশিয়াল সিলেকশনের আঁ সার্ত্রে রিগায় স্থান পেয়েছে। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি ৭ জুলাই কানে প্রদর্শিত হওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছিল। পুরস্কার জেতার প্রত্যাশাটাও তাই দৃঢ় হয়েছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি টিম রেহানা মরিয়ম নূরের। খালি হাতেই ফিরতে হলো বাংলাদেশি এই সিনেমা ও তার টিমকে।

উৎসব চলাকালে প্রথম সুসংবাদটি আসে তাহরিমা খান পরিচালিত ‘মুন্নি’ প্রামাণ্যচিত্র থেকে। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মের তথ্যচিত্র বিভাগের ‘ডকস ইন প্রগ্রেস'-এ পুরস্কার জিতেছে বাংলাদেশের তথ্যচিত্র ‘মুন্নি’। নির্বাচিত ৩২টি প্রামাণ্যচিত্র প্রকল্পের মধ্যে বাংলাদেশের পেয়েছে ‘থিঙ্ক-ফিল্ম ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’।

উৎসবের ‘লা ফেব্রিক সিনেমা’ বিভাগে নির্বাচিত হয় বাংলাদেশের প্রযোজক-পরিচালক আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজের ‘একা’ নামের সিনেমা। কান থেকে খবর আসে সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন গ্যাংস অব ওয়াসিপুর, সেক্রেড গেমসখ্যাত ভারতীয় পরিচালক অনুরাগ কাশ্যপ। সিনেমাটির সঙ্গে প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন তিনি।

সম্মাননা পেয়েছেন বাংলাদেশের মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তি। আয়োজক দেশ ফ্রান্সসহ বিশ্বের নানা দেশের মডেলরা অংশ নিয়েছেন কানের উৎসবে। এটি ছিল উৎসবে ইন্টেগ্রিটি ম্যাগাজিন আয়োজিত একটি প্রতিযোগিতা। তাদের মধ্য থেকে টপ মডেলের অ্যাওয়ার্ড পেয়েছেন প্রিয়তি।

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার