হোম > বিনোদন > সিনেমা

শিল্পী সমিতি থেকে সাইমনের পদত্যাগ 

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটি থেকে পদত্যাগ করলেন চিত্রনায়ক সাইমন সাদিক। আজ দুপুরে সহসাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন এই নায়ক।

গত শুক্রবার মুক্তি পেয়েছে সাইমন সাদিকের শেষ বাজি সিনেমাটি। একই দিনে মুক্তি পেয়েছে আরও দুটি সিনেমা। একটি দেশের ‘কাগজের বউ’, অন্যটি পশ্চিমবঙ্গের ‘হুব্বা’। তবে নির্মাতা ও প্রযোজকদের অনেকেই বলেছেন, ঈদ ছাড়া একই সপ্তাহে দুইয়ের বেশি সিনেমা মুক্তির নিয়ম নেই। এক সপ্তাহে তিন সিনেমা মুক্তি নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও চুপ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। মূলত এ বিষয়ে শিল্পী সমিতির নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেই পদত্যাগ করেছেন সাইমন।

পদত্যাগপত্রে সাইমন উল্লেখ করেন, ‘সম্প্রতি সমিতির নেওয়া কিছু সিদ্ধান্ত ও নীতির সঙ্গে আমি একমত হতে পারছি না। বিশেষ করে সাফটা চুক্তিতে বিদেশি ভাষার সিনেমা আমানি করে দেশীয় চলচ্চিত্র শিল্পকে হুমকিতে ফেলে বিদেশি সিনেমা মুক্তির প্রেক্ষিতে উদ্ভূত বিতর্কিত পরিস্থিতিতে সমিতির কার্যকরী পরিষদের নিষ্ক্রিয়তা আমার কাছে সমর্থনযোগ্য নয়।’

তিনি আরও লিখেছেন, ‘আমার অভিনীত “শেষ বাজি” চলচ্চিত্রটি ১৯ /০১ /২০২৪ তারিখে মুক্তি পেয়েছে। একই দিনে নিয়ম-নীতি না মেনে বিদেশি আর একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে এবং আমাদের অধিকাংশ সিনেমা হলে প্রদর্শিত হয়েছে। এ কারণে আমাদের চলচ্চিত্র শিল্প এবং আমার ক্যারিয়ার যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু অত্যন্ত হতাশার বিষয়, এ সম্পর্কেও আমাদের সমিতি নীরব রয়েছে। এসব বিষয় নিয়ে মতপার্থক্য থাকায় সমিতির কার্যকরী কমিটিতে থাকা আমি অযৌক্তিক এবং অনুচিত মনে করছি। তাই সহসাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চাইছি।’

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ভাড়া কমিয়ে এফডিসিতে শুটিং বাড়ানোর উদ্যোগ

ঢাকায় ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হওয়ার মিথ্যা খবর ভারতীয় সংবাদমাধ্যমে

সুযোগ না থাকলে হয়তো নাটকেই থাকতাম

জনপ্রিয় হওয়ার বাসনা মানুষকে পরাজিত করছে

বিদেশে ঘুরে দেশের হলে ‘রিকশা গার্ল’

ভারতে মুক্তির আগেই ওটিটিতে শাকিব অভিনীত ‘দরদ’

সেকশন