হোম > বিনোদন > সিনেমা

দুর্নীতির মামলায় ঋতুপর্ণাকে ইডির তলব

বিনোদন ডেস্ক

ফের টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ভারতীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তবে এবার রোজভ্যালিকাণ্ড নয়। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব করেছে ইডি। আগামী ৫ জুন ডাকা হয়েছে ঋতুপর্ণাকে।

২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজভ্যালিকাণ্ডে জিজ্ঞাসাবাদের প্রায় পাঁচ বছর পরে আবার অন্য মামলায় ইডি তলব করল ঋতুপর্ণাকে।

ঋতুপর্ণা সেনগুপ্ত এখন আছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। রেশন দুর্নীতি কী? সে সম্পর্কে আমার কোনো সম্যক ধারণা নেই। আচমকাই এই খবর পেলাম। আমার কলকাতার বাড়িতেও কোনো চিঠি আসেনি।’

অভিনেত্রী আরও জানান, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর দু-একটি অনুষ্ঠানে সাক্ষাৎ বিনিময় ছাড়া আর কোনো দিন কিছুই হয়নি। তিনি বলেন, ‘সামনে নতুন ছবি আসছে। তার মধ্যে এই খবর। আমার সম্মানহানি হল। একজন অভিনেত্রী, যিনি সারা জীবন পরিশ্রম করে চলেছেন, তাঁর সম্পর্কে হঠাৎ এমন বলে দেওয়া কিন্তু অন্যায়!’

ঋতুপর্ণা মনে করছেন তাঁর সঙ্গে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু ইডির ডাকে যাবেন কি না—প্রশ্ন শুনে অভিনেত্রীর উত্তর, ‘আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেব।’

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে ঋতুপর্ণা ও প্রসেনজিৎ জুটির ৫০তম সিনেমা ‘অযোগ্য’। পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি। ইতিমধ্যে মুক্তি পেয়েছে এর ট্রেলার।

আমাকে দেখে দর্শক চমকে উঠবে

সুযোগ থাকলে ‘পদাতিক’ যেন দেশের হলে মুক্তি দেওয়া হয়

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ভাড়া কমিয়ে এফডিসিতে শুটিং বাড়ানোর উদ্যোগ

ঢাকায় ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হওয়ার মিথ্যা খবর ভারতীয় সংবাদমাধ্যমে

সুযোগ না থাকলে হয়তো নাটকেই থাকতাম

জনপ্রিয় হওয়ার বাসনা মানুষকে পরাজিত করছে

সেকশন