গত মঙ্গলবার দক্ষিণ কলকাতার ‘ঈশ্বর’ নামক এক সংস্থার আয়োজনে ভাইফোঁটা অনুষ্ঠানে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল্লিক। সেখানের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি। বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে। সেখানেই এক সদস্যদের ফোঁটা দিতে গিয়েই ঘটে গেল অভিনব এক কাণ্ড।
কোয়েলের শেয়ার করা ছবি থেকে নিজেদের হারানো ছেলেকে ফিরে পেল মুর্শিদাবাদের এক পরিবার। সুজয় নামের এক ছেলে ফিরল নিজের পরিবারের কাছে। এই নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে রঞ্জিত-কন্যা লিখেছেন, ‘আমি খুব আনন্দের সঙ্গে সবাইকে জানাতে চাই যে, আমার সুজয়কে ফোঁটা দেওয়ার ভিডিও দেখে হারানো ছেলেকে খুঁজে পেয়েছে মুর্শিদাবাদের পরিবার, বহু বছর পরে। শুভ দিনে এর থেকে ভালো আর কী বা হতে পারে।’
উল্লেখ্য, পূজাতে মুক্তি পেয়েছে কোয়েলের ‘জঙ্গলে মিতিন মাসি’ সিনেমাটি। যার পরিচালনায় ছিলেন অরিন্দম শীল। যদিও বক্স অফিসে সুবিধা করতে পারেনি সিনেমাটি।