হোম > বিনোদন > সিনেমা

ডিপজলের সঙ্গে প্রথম

চিত্রনায়িকা আঁচল আবার ব্যস্ত হচ্ছেন। অনেক দিন নতুন সিনেমায় দেখা যায়নি আঁচলকে। তবে এ বছর কয়েকটি সিনেমা নিয়ে খবরের শিরোনামে আছেন তিনি। কয়েক দিন আগে শেষ করলেন ‘ঘর ভাঙা সংসার’-এর শুটিং। সিনেমাটি বানিয়েছেন মনতাজুর রহমান আকবর। এই নির্মাতার সঙ্গে এর আগে ‘আয়না’ ও ‘কাজের ছেলে’ সিনেমায় অভিনয় করলেও ডিপজলের সঙ্গে আঁচলের এই প্রথম। নতুন ছবিতে ডিপজলের নায়িকা তিনি।

কেমন অভিনয় করলেন আঁচল? ডিপজল বলছেন, ‘আঁচল ভালো অভিনেত্রী। কাজের ব্যাপারে খুবই সিরিয়াস। তাঁর সঙ্গে কাজ করে ভালো লেগেছে।’ নির্মাতা বলছেন, ‘আমার কাছ থেকে চরিত্রটির ব্যাপারে শোনার পর আর কিছু বলা লাগেনি আঁচলকে। নিজের মতো করে মেকআপ-গেটআপ ঠিক করেছে।’

‘ঘর ভাঙা সংসার’-এর শুটিং হয়েছে সাভারে। গত ১৬ জুন থেকে শুরু হয়েছিল শুটিং। একটানা কাজ চলেছে লকডাউনের আগের দিন পর্যন্ত। সব কাজ শেষ হলেও বাকি আছে মাত্র একটি গান।

ডিপজলের সঙ্গে প্রথম কাজ। কেমন ছিল অভিজ্ঞতা? আঁচল বলছেন, ‘সিনেমার প্রতি তাঁর যে আন্তরিকতা, এটা আমাকে মুগ্ধ করেছে। শুটিং হয়েছে প্রতিদিন দুই শিফটে। দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলত শুটিং। পুরোটা সময় ডিপজল ভাই আমাকে নানাভাবে পরামর্শ দিয়েছেন।’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার