বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘বঙ্গবন্ধু’ বায়োপিকের বাংলাদেশ অংশের শুটিং করতে ঢাকায় এসেছেন ছবির ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল। আজ ১৭ নভেম্বর দুপুর ১২টায় তিনি ঢাকায় এসে পৌঁছান। আগামী ২০ নভেম্বর থেকে বাংলাদেশে শুরু হবে বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবির শুটিং। এ কাজেই ঢাকায় এসেছেন নির্মাতা শ্যাম বেনেগাল ও তাঁর দল।
ছবির বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমি বলেন, ‘আজই মুম্বাই থেকে সবাই এসেছেন। তবে আমাদের শুটিং শুরু হবে ২০ নভেম্বর।’
গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্মসিটিতে হবে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিং। শুটিংয়ের জন্য সেখানে ইতিমধ্যে বানানো হয়েছে সেট। শুরুর দিন থেকেই শুটিংয়ে অংশ নেবেন আরিফিন শুভ। এ ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করছেন শুভ। শেখ হাসিনা চরিত্রে আছেন নুসরাত ফারিয়া। তিনি শুটিং শুরু করবেন ৫ ডিসেম্বর থেকে।
এ ছবিতে বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা।