Ajker Patrika
হোম > বিনোদন > সিনেমা

পূজার সঙ্গে কণ্ঠ মিলিয়ে ‘রটনাকারীদের’ হুঁশিয়ারি শাকিবের

পূজার সঙ্গে কণ্ঠ মিলিয়ে ‘রটনাকারীদের’ হুঁশিয়ারি শাকিবের

শাকিব খানকে নিয়ে বিতর্ক থামছেই না। গত ২৭ সেপ্টেম্বর বুবলীর সঙ্গে তাঁর বিয়ে ও সন্তান জন্মের খবর প্রকাশ্যে আসার পর সমালোচনার মুখে পড়েন শাকিব। বিষয়টি যখন একটু থিতিয়ে এসেছে, তখন নতুন করে যুক্ত হয়েছে পূজা চেরির নাম। গুঞ্জন রটেছে, শাকিব ও পূজা প্রেম করছেন। অনেকে আগ বাড়িয়ে এটাও বলছেন যে, তাঁরা এরই মধ্যে বিয়ে করে ফেলেছেন।

এসব গুঞ্জনে বিব্রত শাকিব ও পূজা দুজনেই। গত মঙ্গলবার বিষয়টি নিয়ে ফেসবুকে লম্বা স্ট্যাটাস দেন পূজা। ‘যারা মিথ্যে গুঞ্জন রটাচ্ছে’ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেন অভিনেত্রী।

এবার পূজার সঙ্গে সুর মেলালেন শাকিব খান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শাকিব। ফেসবুকে দীর্ঘ পোস্ট করে তিনিও রটনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

‘গলুই’ সিনেমার দৃশ্যে শাকিব ও পূজা চেরিফেসবুকে শাকিব খান লেখেন, ‘অনেক হয়েছে ভিউ–বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ ভিউয়ের আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে এক ধরণের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে। এখন আবার পূজা চেরীর নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ?’

পেশাগত কাজের বাইরে পূজার সঙ্গে কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই দাবি করে শাকিব লিখেছেন, ‘কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এতো মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে?

এসব যারা করছে সেইসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবী, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কীসের প্রমাণ?’

শাকিব জানিয়েছেন, তাঁর আইনজীবী বিষয়টি নিয়ে কাজ করছেন। যারা এ ধরনের গুঞ্জন ছড়াচ্ছে, তাদের তালিকা করা হচ্ছে। শিগগিরই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন তিনি। ফেসবুকে শাকিব লিখেছেন, ‘এসব ভুয়া বিষয়গুলোর ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।’

এই সম্পর্কিত আরও পড়ুন:     

‘নীলচক্র’ দিয়ে ঈদে ফিরছেন শুভ

ধাক্কাধাক্কিতে স্বস্তিকার অস্বস্তি, আর যাবেন না সিনেমার প্রিমিয়ারে

স্থগিত হলো বাজেটের ১০ শতাংশ ব্যাংকে রাখার নিয়ম

সাইফ আলী খান আসছেন ‘জুয়েল থিফ’ নিয়ে

মস্কো উৎসবে বিশেষ স্বীকৃতি পেল ‘মাস্তুল’

তিন দেশের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে ‘জংলি’

শাকিবের স্বপ্ন এবার ১০০ কোটির

অসুস্থতার ভুয়া খবরে বিব্রত ববিতা

ফ্রান্স ও কানাডার দুই উৎসবে বাংলাদেশের ‘দাঁড়কাক’

প্রথমবার বড় পর্দায় ইমনের সঙ্গে দীঘি