বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘দ্বিতীয় মানুষ’ নামে একটি ছবি বানাচ্ছেন নাট্যনির্মাতা সঞ্জয় সমদ্দার। দুজন পুরুষের গল্প নিয়ে তৈরি হবে ছবিটি। এতে এক পুরুষ হবেন কলকাতার নায়ক জিৎ, এমন খবর আগেই বেরিয়েছিল। এবার জানা গেল, ছবির অন্য পুরুষের চরিত্রে থাকবেন মোশাররফ করিম।
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতে এর আগেও দেখা গেছে টালিউড নায়ক জিৎকে। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ‘বাদশা দ্য ডন’, ‘বস ২’, ‘সুলতান দ্য সেভিয়ার’ ও ‘ইন্সপেক্টর নটি কে’ নামে যৌথ প্রযোজনার চারটি ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে মোশাররফ করিম ও জিৎ—এ দুজনের একসঙ্গে অভিনয়ের ঘটনা এবারই প্রথম। আগামী বছরের প্রথম দিকে ছবিটির শুটিং শুরু হবে। এর আগে নির্মাতা সঞ্জয় সমদ্দার শেষ করবেন তাঁর আরেকটি ছবি ‘বায়োপিক’-এর কাজ। পরীমণিকে নিয়ে আগামী মাস থেকে ‘বায়োপিক’ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।