বিনোদন ডেস্ক
টালিউডের বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়। মুক্তির অপেক্ষায় আছে দেবের সঙ্গে তাঁর পরবর্তী সিনেমা ‘প্রধান’, টনিকের সাফল্যের পর দেব-পরাণের রসায়নের অপেক্ষায় ভক্তরা। সিনেমাটি মুক্তির আগে অভিনেতাকে দেখা যাবে ‘ঘরে ঘরে জি বাংলায়’ শিরোনামের একটি টেলিভিশন অনুষ্ঠানে। সেখানে তিনি সামনে আনবেন তাঁর জীবনের অজানা কিছু কথা।
অনুষ্ঠানটির টিজারে পরাণ বন্দ্যোপাধ্যায় তাঁর শৈশবের কথা জানিয়েছেন, নামের নেপথ্য কাহিনিও বলেছে। পরাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার যখন পাঁচ মাস বয়স, তখন আমার মা মারা যান। আমার বাবা তখন আমাকে তাঁর এক পিসতুতো বোনের কাছে দিয়ে দেন। ব্যস, শেষ জীবন পর্যন্ত সে-ই আমার মা।’ এরপর তিনি তাঁর নামের গল্প জানিয়ে বলেন, ‘তিনি আমাকে বুকের ধন রে, ওরে আমার পরান বলে ডাকতেন। সেই থেকেই আমার নাম হয়ে গেল পরাণ।’