হোম > বিনোদন > সিনেমা

‘মোনা: জ্বীন-২’ সিনেমা প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলকে উৎসর্গ

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমা ‘মোনা: জ্বীন-২’। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটিতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল। অভিনেতার স্মৃতিতে সিনেমাটি উৎসর্গ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া।

ফেসবুক পোস্টে জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল ভাই। উনি যে অত্যন্ত শক্তিশালী অভিনেতা ‘‘মোনা: জ্বীন-২’’ তেও এর স্বাক্ষর রেখে গেছেন। জাজ মাল্টিমিডিয়া সিনেমাটি শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল ভাইকে উৎসর্গ করেছে। জাজ মাল্টিমিডিয়া ও ‘‘মোনা: জ্বীন-২’’ পরিবার আহমেদ রুবেল ভাইয়ের জন্য দোয়া করছে যেন আল্লাহ তাঁকে জান্নাতবাসী করেন।

উল্লেখ্য, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে সিনেমাটি চিত্রনাট্য। জামালপুরে এক বাড়িতে জিনের উৎপাত। ফলে বাড়ির মালিক নিজ বাড়ি ছেড়ে মাদ্রাসাকে ভাড়া দেন। কিন্তু মাদ্রাসার ছাত্র ও শিক্ষক জিনের উৎপাতে সেই বাড়ি ছেড়ে দেয়। জিন কেন উৎপাত করছে? সে কী চায়? সে কি কারও ক্ষতি করছে? এসব প্রশ্ন সামনে রেখে এগিয়েছে মোনার গল্প।

সিনেমাটিতে নামভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আহমেদ রুবেল ছাড়াও আরও অভিনয় করেছেন—তারিক আনাম খান, দীপা খন্দকার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, সামিনা বাসার, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল হাসান মিঠু, শামীম প্রমুখ।

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার