ঢাকাই ছবির আলোচিত অভিনেত্রী পরীমণি মা হতে চলেছেন। তাঁর সন্তানের বাবা অভিনেতা শরীফুল রাজ। আজ বিকেলে হাসপাতাল থেকে বেরিয়ে একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। ওই পোস্টে তিনি নিজেকে শুভকামনা ও শরীফুল রাজকে ধন্যবাদ দিয়েছেন।
পরীমণিকে ফোন করা হলে তিনি মা হওয়ার তথ্য নিশ্চিত করেন। পরী জানিয়েছেন, গিয়াসউদ্দীন সেলিমের ‘গুণীন’ ছবিতে কাজ করতে গিয়ে ছবির অভিনেতা শরীফুল রাজের সঙ্গে তাঁর পরিচয় ও প্রেম। ছবির কাজ চলাকালীন বিয়ে করেন পরী ও রাজ।
পরীমণি বলেন, ‘কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। আজ দুপুরে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের নিশ্চিত করেছেন।’
পরীমণি জানিয়েছেন, অভিনয় থেকে সাময়িক বিরতিতে যাচ্ছেন তিনি।
আরও পড়ুন: