হোম > বিনোদন > সিনেমা

সালমান শাহর সঙ্গে ত্রিশ বছর আগের স্মৃতি রোমন্থন করলেন জয়

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রয়াত নায়ক সালমান শাহর সঙ্গে ত্রিশ বছর আগের স্মৃতি রোমন্থন করলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। আজ বুধবার ফেসবুকে সালমান অভিনীত ‘স্নেহ’ সিনেমার শুটিং সেট থেকে তুলা ছবিটি শেয়ার করেছেন জয়। জীবনে অনেক ছবি তুললেও এই ছবিটিকে ‘অমর’ আখ্যা দিয়েছেন তিনি।

জয় লিখেছেন, ‘ওই দিনটির কথা মনে আছে। শ্যামলীর একটি বাড়িতে মামা গাজী মাজহারুল আনোয়ারের স্নেহ ছবির শুটিং চলছে। শুটিং দেখতে গিয়ে এক বিকেলে ফটোগ্রাফার পিন্টু মামার ক্যামেরায় এই ছবিটি তোলা হলো। কত ছবি পৃথিবীতে তুলেছি। কত ছবি কতজন তুলে। কিছু কিছু ছবি হয়ে যায় অমর।’

জয় আরও লিখেছেন, ‘ওই সময় এর আমার বয়স আমার স্বপ্ন আমার ওই দিনগুলো আমি আর কখনো ফিরে পাব না। ৩০ বছর আগের এই ছবিটি দেখে মনে হচ্ছে এইতো সেই দিন। আগামী ৩০ বছর বাঁচার সম্ভাবনা খুবই কম। গত ৩০ বছর চোখের পলকে চলে গেল। তাহলে বাকিটা? ভেজা চোখ ছবির গানটি মনে পড়ছে জীবনের গল্প আছে বাকি অল্প। যা কিছু চাওয়ার নাও চেয়ে নাও। যা কিছু পাওয়ার নাও পেয়ে নাও। পাবে না সময় আর হয়তো।’

উল্লেখ্য, প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘স্নেহ’ মুক্তি পায় ১৯৯৪ সালে। সিনেমাটিতে সালমান শাহ ছাড়াও আরও অভিনয় করেন—শাবানা, আলমগীর, মৌসুমী ও হুমায়ুন ফরীদি প্রমুখ।

বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ভাড়া কমিয়ে এফডিসিতে শুটিং বাড়ানোর উদ্যোগ

ঢাকায় ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হওয়ার মিথ্যা খবর ভারতীয় সংবাদমাধ্যমে

সুযোগ না থাকলে হয়তো নাটকেই থাকতাম

জনপ্রিয় হওয়ার বাসনা মানুষকে পরাজিত করছে

বিদেশে ঘুরে দেশের হলে ‘রিকশা গার্ল’

ভারতে মুক্তির আগেই ওটিটিতে শাকিব অভিনীত ‘দরদ’

সেকশন