বিনোদন ডেস্ক
পূজায় মুক্তি পেয়েছে জিৎ অভিনীত ছবি ‘বাজি’। ভারতের পাশাপাশি বাংলাদেশের হলেও দেখা গেছে ছবিটি। এরইমধ্যে প্রকাশ্যে এল জিতের পরবর্তী ছবি ‘রাবণ’-এর ফার্স্টলুক। যেখানে একেবারে নতুন রূপে দেখা গেছে টালিউড সুপারস্টার জিতকে।
লাল চোখে কুটিল হাসি। একটি ভুরুর মাঝে কাটা দাগ। ‘রাবণ’ অবতারে চমকে দিয়েছেন জিৎ। ফার্স্টলুকের পর এবার রাবণের শুটিং ফ্লোর থেকে একেবারে অ্যাকশন-প্য়াকড ছবি পোস্ট করলেন তিনি।