হোম > বিনোদন > সিনেমা

ঢাকাই সিনেমায় বিদেশি নায়িকাপ্রীতি

শিহাব আহমেদ

ক্রমাগত শিল্পীসংকটের কারণে আর সিনেমা জনপ্রিয় করার কৌশল হিসেবে ঢাকাই সিনেমায় বাড়ছে বিদেশি নায়িকাপ্রীতি। বাংলাদেশের সিনেমায় অভিনয়ের জন্য একের পর এক চুক্তিবদ্ধ হচ্ছেন বলিউড, টালিউড এমনকি মার্কিন অভিনয়শিল্পীরা। সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন, এমন কৌশলের কারণে আরও প্রকট হতে পারে শিল্পীসংকট। সাম্প্রতিক সময়ের ঢাকাই সিনেমার বিদেশি নায়িকাদের নিয়ে লিখেছেন শিহাব আহমেদ

ঢালিউডে পশ্চিমবঙ্গের নায়িকাদের কাজের বিষয়টি নতুন কিছু নয়। তবে সেটা ছিল বিক্ষিপ্তভাবে। সাম্প্রতিক সময়ে বিদেশি নায়িকাদের নিয়ে সিনেমা নির্মাণের প্রবণতা বেড়েছে ঢালিউডে।

শাকিবের বিদেশি নায়িকারা
২০ অক্টোবর থেকে শাকিব খান শুরু করবেন অনন্য মামুনের ‘দরদ’ সিনেমার শুটিং। প্যান ইন্ডিয়ান এ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে বলিউডের সোনাল চৌহানকে। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টালিউডের পায়েল সরকার। শোনা যাচ্ছে, একই পরিচালকের আরেকটি সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকবেন কলকাতার মিষ্টি চক্রবর্তী। এ বছরই কাজ শুরু হওয়ার কথা রয়েছে হিমেল আশরাফের ‘রাজকুমার’ সিনেমার। এতে শাকিবের সঙ্গে রয়েছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এ ছাড়া নির্মাতা তপু খান জানান, শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার পরিকল্পনা করছেন। সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত কিছু না জানালেও এ সিনেমায় শাকিবের বিপরীতে থাকবেন দেশের বাইরের নায়িকা। এ অভিনেতার মুক্তির অপেক্ষায় থাকা ‘অন্তরাত্মা’ সিনেমায় অভিনয় করেছেন ভারতের দর্শনা বণিক। শাকিব খানের সর্বশেষ সিনেমা ‘প্রিয়তমা’তেও ছিলেন কলকাতার ইধিকা পাল।

একাধিক সিনেমায় স্বস্তিকা
দীর্ঘদিন পর ঢালিউডে ফিরছেন টালিউডের স্বস্তিকা মুখার্জি। ইতিমধ্যে তিনি একাধিক সিনেমায় নাম লিখিয়েছেন। কামরুল ইসলাম রিফাতের ‘ওয়ান ইলেভেন’ ও হিমু আকরামের  ‘আলতাবানু জোসনা দেখেনি’ সিনেমায় দেখা যাবে স্বস্তিকাকে। ওয়ান ইলেভেনে স্বস্তিকা অভিনয় করবেন আফজাল হোসেনের সঙ্গে। এ বছরই দুটি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

ওয়েব সিনেমায় শ্রীলেখা
ঢাকার ওয়েব ফিল্মে নাম লিখিয়েছেন শ্রীলেখা মিত্র। ‘কলকাতা ডায়েরিজ’ নামের সিনেমাটি বানাচ্ছেন রাশেদ রাহা। এ সিনেমায় আরও রয়েছেন কলকাতার দর্শনা বণিক। শুটিং শেষে এখন চলছে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ।

অন্বেষার অভিষেক ঢাকায়
গত মঙ্গলবার থেকে প্রযোজক ও নির্মাতা এমডি ইকবাল শুরু করেছেন তাঁর নতুন সিনেমা ‘ডেডবডি’র কাজ। এ সিনেমায় রোশানের বিপরীতে কাজ করছেন পশ্চিমবঙ্গের অন্বেষা রায়। অ্যানি নামেই পরিচিত তিনি। অন্বেষা মূলত মডেল। ডেডবডি দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর।

ফিরে গেছেন সায়ন্তিকা
গত মাসেই তাজু কামরুলের ‘ছায়াবাজ’ সিনেমার শুটিং করতে বাংলাদেশে এসেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে কাজের অভিজ্ঞতাটা মোটেও সুখকর হয়নি তাঁর। নৃত্য পরিচালক ও প্রযোজকের সঙ্গে ঝামেলার কারণে কাজ শেষ না করেই ফিরতে হয়েছে তাঁকে। সিনেমাটি শেষ হওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়।

সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা
বিদেশি নায়িকা নেওয়ার বিষয়ে নির্মাতারা বলছেন, গল্পের প্রয়োজনে নেওয়া হচ্ছে তাঁদের। তবে ঢালিউডের সিনেমায় একের পর এক বিদেশি নায়িকা নিয়ে কাজ করার বিষয়টি আমাদের ইন্ডাস্ট্রিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। এ প্রসঙ্গে প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘অস্বীকার করার উপায় নেই, দেশে শিল্পীসংকট রয়েছে। নতুন নায়িকা তৈরি হচ্ছে না। যে কয়েকজন আছেন তাঁরাই ঘুরেফিরে কাজ করছেন। এ ছাড়া দেশের অনেক নায়িকা আছেন যাঁরা নিয়মনীতি মানেন না। তাই নির্মাতা ও প্রযোজকেরা বিদেশি শিল্পীদের দিকে ঝুঁকছেন। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য নেগেটিভ দিক। বিদেশি শিল্পীদের নিয়ে কাজের সংখ্যা এভাবে বাড়তে থাকলে আমাদের শিল্পীরা ধীরে ধীরে বেকার হয়ে পড়বেন। আমার পরামর্শ, আমাদের শিল্পীদের কঠোর অনুশীলন, পরিশ্রম করতে হবে, অবশ্যই নিয়মানুবর্তিতার মধ্যে আসতে হবে। কল টাইমে সেটে উপস্থিত থাকতে হবে। দ্বিতীয়ত, কাজটি দরদ দিয়ে করতে হবে, দায়িত্বশীলভাবে নিজের কাজটুকু শেষ করতে হবে।’
পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত বলেন, ‘এখানকার শিল্পীরা যদি দুর্লভ হয় তখন বিদেশি শিল্পী আসবেই। ইন্ডাস্ট্রি চলমান রাখতে শূন্যস্থান তো পূরণ করতেই হবে। সেটাই হচ্ছে। বাইরে থেকে এসে নায়িকারা কাজ করছেন। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কী হবে এটা আমার জানা নেই।’

সুযোগ থাকলে ‘পদাতিক’ যেন দেশের হলে মুক্তি দেওয়া হয়

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ভাড়া কমিয়ে এফডিসিতে শুটিং বাড়ানোর উদ্যোগ

ঢাকায় ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হওয়ার মিথ্যা খবর ভারতীয় সংবাদমাধ্যমে

সুযোগ না থাকলে হয়তো নাটকেই থাকতাম

জনপ্রিয় হওয়ার বাসনা মানুষকে পরাজিত করছে

বিদেশে ঘুরে দেশের হলে ‘রিকশা গার্ল’

সেকশন