চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন পুরস্কার নিতে। কিন্তু তার বদলে হাতে জুটল হাতকড়া। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে স্প্যানিশ তারকা অভিনেতা গ্যাব্রিয়েল গুয়েভারার সঙ্গে। হলিউড রিপোর্টার জানিয়েছে, যৌন হেনস্তার অভিযোগে স্প্যানিশ অভিনেতা গ্যাব্রিয়েল গুয়েভারাকে গ্রেপ্তার করেছে ভেনিস পুলিশ। ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা তরুণ অভিনেতার পুরস্কার নিতে ইতালির ভেনিসে অবস্থান করছিলেন তিনি।
গ্যাব্রিয়েলের গ্রেপ্তারের পর ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ এক বিবৃতি জানিয়েছে, ‘স্প্যানিশ অভিনেতা গ্যাব্রিয়েল গুয়েভারার গ্রেপ্তার হওয়ার সঙ্গে ভেনিস চলচ্চিত্র উৎসবের কোনো সংযোগ নেয়।’
হলিউডের রাইটার্স গিল্ড অব আমেরিকার (ডব্লিউজিএ) ধর্মঘটের মধ্যেই গত ৩০ আগস্ট শুরু হয় এবারের ভেনিস চলচ্চিত্র উৎসব। ৯ সেপ্টেম্বর এবারের ৮০তম উৎসবের পর্দা নামবে।