বিনোদন প্রতিবেদক, ঢাকা
আলোচনার কেন্দ্রে জেসিয়া ইসলামের সুইমস্যুট। মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বাংলাদেশের এই মডেল। থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতাটি। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মডেলরা অংশ নিয়েছেন। প্রতিযোগিতার অন্যতম মুখ হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জেসিয়া।
প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় প্রতিযোগিতার বিভিন্ন কার্যক্রমের আপডেট জানানো হচ্ছে। সোমবার সুইমস্যুট পরা ৭০ জন মডেলের ছবি পোস্ট করে দর্শকদের কাছে ভোট চাওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। দর্শকদের ভোট ও বিচারকদের সিদ্ধান্তের ভিত্তিতে ২০ জনকে চূড়ান্ত পর্বে মনোনয়ন দেওয়া হবে। নির্বাচন করা হবে ‘বেস্ট ইন সুইমস্যুট’ খেতাবধারী মডেলকে।
সুইমস্যুট পরা মডেলদের মধ্যে ছিলেন জেসিয়া ইসলামও। একদিকে যেমন অনেকে তাঁর এই লুকের প্রশংসায় সরব হয়েছে। অন্যদিকে, ধেয়ে এসেছে তীব্র সমালোচনা ও কটাক্ষ।
বিষয়টি এড়িয়ে যাননি জেসিয়া। যাঁরা প্রশংসা করেছেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁদের প্রতি। আর যাঁরা কটাক্ষ করেছেন, তাঁদের মন্তব্যের বিপরীতে নিজের অবস্থানও পরিস্কার করেছেন।
সুইমস্যুট প্রসঙ্গে জেসিয়া বলেন, ‘সুইমস্যুট রাউন্ড আন্তর্জাতিক প্রতিযোগিতার একটি অংশ, যেখানে সব প্রতিযোগিই অংশ নেন। এটি কারও মূল্যবোধে আঘাত দেওয়ার জন্য নয়, বরং প্রতিযোগীদের আত্মবিশ্বাস, ফিটনেসের প্রতি নিষ্ঠা ও ব্যক্তিত্ব তুলে ধরার উদ্দেশে অনুষ্ঠিত হয়। এটি বহুদিনের একটি ঐতিহ্য, যা প্রতিযোগিতার স্ট্যান্ডার্ড, ঐক্য ও বৈচিত্রকে ধারণ করে; বিভিন্ন দেশের সাংস্কৃতিক অভিব্যক্তির প্রতি সম্মান জানায়।’
জানা গেছে, আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। ওই দিন জানা যাবে, কার মাথায় উঠবে সেরার মুকুট!