হোম > বিনোদন > সিনেমা

১০০ কোটি ডলার আয়ের মাইলফলক ছুঁলো স্পাইডারম্যান

বিনোদন ডেস্ক

বক্স অফিসে রেকর্ড গড়ল স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ কিস্তি। এরই মধ্যে বিশ্বব্যাপী ১০০ কোটি ডলার আয় করে ফেলেছে স্পাইডারম্যান: নো ওয়ে হোম। মহামারিকালে মুক্তি পাওয়া এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্রের তকমা পেয়ে গেল এ অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমা। 

আয়ের দিক থেকে স্পাইডারম্যানের পরেই রয়েছে কোরীয় যুদ্ধ নিয়ে চীনে নির্মিত ‘দ্য ব্যাটল অব লেক চাংজিন’। এ মহাকাব্যিক চলচ্চিত্র এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ৯০ কোটি ৫০ লাখ ডলারের বেশি। 

গণমাধ্যমের উপাত্ত বিশ্লেষক প্রতিষ্ঠান কমস্কোরের তথ্য অনুয়ায়ী, ২০১৯ সালে মুক্তি পাওয়া স্টার ওয়ারস: দ্য রাইজ অব স্কাইওয়াকার সর্বশেষ ১০০ কোটি ডলার আয় করেছিল। 

দুই বছর আগে কোভিড মহামারি শুরু হওয়ার পর থেকে হলিউডের অন্য কোনো প্রযোজনা বক্স অফিসে আর সেই মাইলফলকের কাছাকাছি পৌঁছাতে পারেনি। 

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের চলচ্চিত্র স্পাইডারম্যান: নো ওয়ে হোম সপ্তাহান্তে সারা বিশ্বে বক্স অফিসে ১০৫ কোটি ডলার ছুঁয়েছে। 

এই সিনেমার সহপ্রযোজনা করেছে সনি এবং ডিজনি। প্রিমিয়ার হওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে ১০০ কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছে। যেখানে বিশ্বের সবচেয়ে বড় সিনেমার বাজার চীনে ছবিটি এখনো মুক্তি পায়নি। 

অবশ্য ওমিক্রন ভেরিয়েন্ট বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে। সংক্রমণ বিস্তার রোধে আবার দেশে দেশে নিয়ন্ত্রণ আরোপ চলছে। ফলে অর্থনীতির অন্যান্য খাতের পাশাপাশি সিনেমা ব্যবসা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। 

স্পাইডারম্যান: নো ওয়ে হোম-এ পিটার পার্কারের তৃতীয় পুনরাবৃত্তি হিসেবে পর্দায় হাজির হয়েছেন টম হল্যান্ড। সঙ্গে রয়েছেন জেনডায়া, আর জাদুকর ডক্টর স্ট্রেঞ্জ হয়ে হাজির হয়েছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ। 

কমস্কোরের তথ্য অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজির ২০১৯ সালের নির্মাণ স্পাইডারম্যান: ফার ফ্রম হোম প্রথম বক্স অফিসে ১০০ কোটি ডলারের রেকর্ড ভাঙে। বিশ্বব্যাপী টিকিট বিক্রি থেকে ১১৩ কোটি ২০ লাখ ডলার আয়সহ ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র এটি। 

উল্লেখ্য, ২০১৫ সালে ডিজনি, মার্ভেল স্টুডিওস এবং সনি স্পাইডারম্যানের রয়্যালটি ভাগ করে নিতে সম্মত হয়। এর ফলেই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থেকে যৌথ প্রযোজনায় নতুন সিক্যুয়াল মুক্তি পেল। 

নো ওয়ে হোমের আগে, এমজিএম-এর সর্বশেষ জেমস বন্ড মুভি নো টাইম টু ডাই বিশ্বব্যাপী বক্স অফিসে ৭৭ কোটি ৪০ লাখ ডলার আয় করেছে। ২০২১ সাল তো বটেই, মহামারিকালে মুক্তি পাওয়া হলিউডের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র এটি।

সুযোগ থাকলে ‘পদাতিক’ যেন দেশের হলে মুক্তি দেওয়া হয়

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ভাড়া কমিয়ে এফডিসিতে শুটিং বাড়ানোর উদ্যোগ

ঢাকায় ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হওয়ার মিথ্যা খবর ভারতীয় সংবাদমাধ্যমে

সুযোগ না থাকলে হয়তো নাটকেই থাকতাম

জনপ্রিয় হওয়ার বাসনা মানুষকে পরাজিত করছে

বিদেশে ঘুরে দেশের হলে ‘রিকশা গার্ল’

সেকশন