বিনোদন প্রতিবেদক, ঢাকা
গত বছর ‘সাবরিনা’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন মেহজাবীন চৌধুরী। এ বছর করেছেন ‘আমি কি তুমি’ নামের আরেক সিরিজ। মেহজাবীনের অন্যান্য কাজের তুলনায় এ সিরিজ দুটি নিয়ে আলোচনা হয়েছে অনেক কম। দুই সিরিজের মধ্যে একটা বিষয় কমন—দুটিই নারীকেন্দ্রিক গল্প। সাধারণত কোনো নাটক, সিনেমা বা সিরিজের গল্পের মূল চরিত্র নারী হলে, সেটা নিয়ে দর্শক অতটা আগ্রহী হন না। এ বাস্তবতা নিয়েই আক্ষেপ প্রকাশ করেছেন মেহজাবীনের দীর্ঘদিনের সহশিল্পী আফরান নিশো।
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে আজ আসছে ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। শিহাব শাহীনের পরিচালনায় এতে অভিনয় করেছেন মেহজাবীন। এটিও নারীকেন্দ্রিক গল্প। এক মেয়ের সমুদ্রের নীল জল ছোঁয়ার আকুতি। এতে মেহজাবীনের সহশিল্পী নিশো। ওয়েব ফিল্মটির মুক্তি উপলক্ষে আজ বুধবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে আক্ষেপ করে নিশো বলেন, ‘নারীদের বেজ করে গল্প কম হয়। আমরা সব সময় পুরুষনির্ভর কাজই বেশি হতে দেখি। নারী চরিত্রনির্ভর যে গল্পগুলো আমরা বলতে চাই, সেটা দর্শকনন্দিত বা সমাদৃত কম হয়। নারীকেন্দ্রিক গল্প হলে আমাদের অনেকের (অভিনেতার) অ্যালার্জি থাকে, এ কাজটা করব না। সে রকম অ্যালার্জি আমার মধ্যে নেই। আমার বরং করতে ভালো লাগে। এটা এক ধরনের প্রতিবাদ আমার। পুরুষদের যেমন আবেগ, অনুভূতি, গল্প আছে। নারীদেরও আছে। সেগুলো নিয়ে আরও বেশি কাজ হওয়া দরকার। সময়ের সঙ্গে সঙ্গে নারীকেন্দ্রিক গল্পগুলো হারিয়ে যাচ্ছে। পরিচালকরাও সাহস করেন না। কারণ দিন শেষে ব্যবসা, ভিউ—এসব হিসাব করতে হয়।’