হোম > বিনোদন > সিনেমা

শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘প্রিয় মালতী’ সিনেমায় মেহজাবীন

আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে এ বছর অনুষ্ঠিত হবে উৎসবের ২৩তম আসর। পাঁচ দিনব্যাপী এই উৎসব চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে প্রতিদিন প্রদর্শিত হবে চারটি সিনেমা। দেখা যাবে সকাল ১০টা, বেলা ১টা ও সাড়ে ৩টা এবং সন্ধ্যা সাড়ে ৬টায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বসন্তের চিরসবুজ সমারোহের মাঝে পলাশের রক্তিম আভার সমন্বয়ে এবারের আসরটি সাজানো হয়েছে। পলাশের অনির্বাণ লালিমা বয়ে আনে বাঙালির প্রতিরোধ-সংগ্রামের স্মৃতি—কখনো মাতৃভাষা, কখনো বা স্বাধিকারের দাবিতে বারবার স্বৈরাচারী শোষণের বিরুদ্ধে রক্ত ঝরানোর দুঃসহ গৌরবের ইতিহাস।’

সুভাষ দত্তের ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ দিয়ে ১৫ ফেব্রুয়ারি শুরু হবে আমার ভাষার চলচ্চিত্র উৎসব। সিনেমাটি দেখা যাবে সকাল ১০টায়। এদিন আরও প্রদর্শিত হবে আমজাদ হোসেনের ‘ভাত দে’, আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘লাইভ ফ্রম ঢাকা’ এবং নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’।

উৎসবে আরও দেখা যাবে আবু সাইয়ীদের ‘কিত্তনখোলা’, অমিতাভ রেজা চৌধুরীর ‘রিকশা গার্ল’, গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’। সালাহউদ্দিন লাভলুর ‘মোল্লা বাড়ির বউ’, রায়হান রাফীর ‘তুফান’, আকরাম খানের ‘নকশী কাঁথার জমিন’, ধ্রুব হাসানের ‘ফাতিমা’সহ ১৯টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এ ছাড়া রয়েছে তিনটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। উৎসব শেষ হবে শঙ্খ দাসগুপ্তের ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে।

সিনেমা দেখার জন্য টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। টিকিট পাওয়া যাবে উৎসবের প্রতিদিন, সকাল ৯টা থেকে টিএসসির প্রবেশমুখে।

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার