হোম > বিনোদন > সিনেমা

গ্যাংস্টার হুব্বা শ্যামল হয়ে ‘হুব্বা’র টিজারে ধরা দিলেন মোশাররফ করিম 

নব্বইয়ের দশকের শেষের দিকে উত্থান ঘটে হুগলির ডন খ্যাত হুব্বা শ্যামল নামে এক গ্যাংস্টারের। হুগলি জেলার অপরাধজগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন এই শ্যামল। তাঁর জীবনকে বড় পর্দায় আনতে চলেছেন পশ্চিমবঙ্গের নির্মাতা ব্রাত্য বসু। ‘হুব্বা’ শিরোনামের এই সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিমকে। আজ দুপুরে প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার।

৩৯ সেকেন্ডের টিজারে গ্যাংস্টার হুব্বা শ্যামলের চরিত্রে মোশাররফ করিমকে দেখা যায়, তিনি কখনো ভয়ানক গ্যাংস্টার রূপে পাড়ায় দাপিয়ে বেড়াচ্ছেন, কখনো আবার রাতের অন্ধকারে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন, আবার কখনো বিয়ের সাজে এলোমেলো নেচে চলেছেন। টিজারে অনুমান করা যায়, সিনেমাটিতে গ্যাংস্টার হুব্বা শ্যামলের অপরাধ ও ব্যক্তিজীবন দুটোই উঠে আসবে।

গত মাসের শেষে চলচ্চিত্রের ফার্স্টলুক করা হয়েছিল। ১২ সেকেন্ডের ঝলকে মালা পরে পিস্তল হাতে হাজির হয়েছিলেন মোশাররফ করিম।

থ্রিলার ও কমেডির মিশেলে তৈরি হয়েছে সিনেমাটি। হুব্বা শ্যামল হুগলির দাউদ ইব্রাহিম নামেই পরিচিত ছিলেন। হত্যা ও মাদক পাচারসহ নানা অভিযোগে তাঁর বিরুদ্ধে অজস্র মামলা ছিল। একসময় তিনি ভোটে দাঁড়াতেও চান। যতবারই তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ, প্রতিবারই জামিন পেয়ে গিয়েছিলেন তিনি। ২০১১ সালে বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মৃতদেহ ভেসে ওঠে।

‘হুব্বা’ সিনেমাটি প্রযোজনা করেছে প্রযোজক ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’। এর আগে ব্রাত্য বসুর সঙ্গে তিনি ডিকশনারি সিনেমায় কাজ করেন। সিনেমাটি মোশাররফ করিমও অভিনয় করেছিলেন।

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার