বিনোদন প্রতিবেদক, ঢাকা
সদ্য সমাপ্ত চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে চিত্রনায়িকা নিপুণের প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করেছেন হেলেনা জাহাঙ্গীর। নির্বাচনে প্রার্থী হওয়ার পর শিল্পীদের গার্মেন্টসে চাকরি দেওয়ার আশ্বাস, চলচ্চিত্রাঙ্গণে সমালোচনার সৃষ্টি করে। যদিও এ আশ্বাসে নির্বাচনে জিততে পারেননি তিনি। হেলেনার পর এবার চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরের বক্তব্য সমালোচনার জন্ম দিয়েছে। শিল্পীদের তিনি গাবতলী গরুর হাটে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন।
আসন্ন ঈদুল আজহায় গাবতলী গরুর হাটের ইজারা পেয়েছেন ডিপজল। বিষয়টি জানিয়ে মিশা বলেন, ‘আপনার শুনে খুশি হবেন যে, আমাদের ডিপজল সাহেব এবার একা গাবতলীর হাট ইজারা নিয়েছে। আমি ভাইকে বলে রাখছি—‘‘ভাই আমার অনেক ছেলে-মেয়ে, কাজ লাগবে।’’ আপনারা যারা যারা কাজ করতে আগ্রহী, এই যেমন চুন্নু মামাকে (নৃত্য পরিচালক) বলব, নাচের পরিচালকদের বলব—‘‘তোমার ক’জন লাগবে দাও।’’ এত বড় গাবতলী হাট! ভাই বলছেন, তুই আমারে তালিকা দে একটা, এখানে যারা কাজ করতে আগ্রহী।’
নিপুণের রিটের পরিপ্রেক্ষিতে গত সোমবার (২০ মে) বিজয়ী ডিপজল তাঁর পদে বসতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।