হোম > বিনোদন > সিনেমা

ডিসেম্বরে প্রেক্ষাগৃহে আসছে ‘হডসনের বন্দুক’ 

বিনোদন প্রতিবেদক

অবশেষে দীর্ঘসূত্রতা ঘুচিয়ে মুক্তি পেতে যাচ্ছে অনুদানের চলচ্চিত্র ‘হডসনের বন্দুক’। ২০১২-১৩ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল ‘হডসনের বন্দুক’। এরপর পেরিয়ে গেছে ৯ বছর। অবশেষে এর মুক্তির ঘোষণা এল। আগামী ২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানের চলচ্চিত্র ‘হডসনের বন্দুক’। খ্যাতিমান লেখক সৈয়দ শামসুল হকের গল্প অবলম্বনে এটি নির্মাণ করেছেন চলচ্চিত্র পরিচালক প্রশান্ত অধিকারী। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও লুৎফর রহমান জর্জ। চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন প্রশান্ত অধিকারী ও রিয়েল আকঞ্জি। 

প্রশান্ত অধিকারী বলেন, ‘“হডসনের বন্দুক” আমার দীর্ঘদিনের পরিশ্রমের ফসল। চেষ্টা করেছি মানসম্মত একটি চলচ্চিত্র নির্মাণের। চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা করতে পেরে আমার খুব ভালো লাগছে। সবাইকে চলচ্চিত্রটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।’ 

চলচ্চিত্রটি নির্মাণের পেছনে দীর্ঘ ৯ বছর সময় ব্যয় হওয়ার ব্যাপারে প্রশান্ত অধিকারী বলেন, ‘মূলত অভিনেতা ও অভিনেত্রী বাছাই করতে গিয়েই বেশি সময় লেগেছে। এ ছাড়া শুটিং, এডিটিং—এসব বিষয়েও খানিকটা সময় লেগেছে। সব মিলয়ে এতটা সময় ব্যয় হয়েছে “হডসনের বন্দুক” নির্মাণ করতে।’ 

সিনেমাটির পরিচালক আরও জানান, প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে গোয়েন্দা আবহের গল্পে নির্মিত হয়েছে ‘হডসনের বন্দুক’। ঢাকা, মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, শ্রীমঙ্গল, জাফলংসহ দেশের বিভিন্ন স্থানে চলচ্চিত্রটির শুটিং হয়েছে। ছবিটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন অর্ণব অন্তু, মাজিদ শিখালিভ (রুশ তারকা), এস এম মহসিন, কাজী উজ্জ্বল প্রমুখ। 

সুযোগ থাকলে ‘পদাতিক’ যেন দেশের হলে মুক্তি দেওয়া হয়

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ভাড়া কমিয়ে এফডিসিতে শুটিং বাড়ানোর উদ্যোগ

ঢাকায় ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হওয়ার মিথ্যা খবর ভারতীয় সংবাদমাধ্যমে

সুযোগ না থাকলে হয়তো নাটকেই থাকতাম

জনপ্রিয় হওয়ার বাসনা মানুষকে পরাজিত করছে

বিদেশে ঘুরে দেশের হলে ‘রিকশা গার্ল’

সেকশন