Ajker Patrika
হোম > বিনোদন > সিনেমা

তুফানের পর শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

তুফানের পর শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’
শাকিব খান। ছবি: ইনস্টাগ্রাম

‘তুফান’-এর জুটি এক হলো আবার। শাকিব খান অভিনীত সিনেমাটি পরিচালনা করেছিলেন রায়হান রাফী, প্রযোজনায় ছিলেন শাহরিয়ার শাকিল। এ তিনজন এবার যে নতুন সিনেমার ঘোষণা দিলেন, সেটার নামের আদ্যাক্ষরও এক— ‘তাণ্ডব’। তুফানের পর এবার তাণ্ডব সৃষ্টি করতে আসছেন তাঁরা।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাকিব খান আনুষ্ঠানিকভাবে তাণ্ডব সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। শাকিবের সঙ্গে এসভিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল চুক্তিপত্র স্বাক্ষর করেন। এ সময় তাণ্ডবের পরিচালক রায়হান রাফীও ছিলেন।

জানা গেছে, তাণ্ডবের শুটিং শুরু হবে মার্চের শুরুতে। ঈদুল আযহায় সিনেমাটি মুক্তি পাবে। এর মাধ্যমে এ বছরের দুই ঈদে শাকিবের সিনেমার নাম কনফার্ম হলো। রোজার ঈদে মুক্তির জন্য আগেই ঘোষণা করা হয়েছে ‘বরবাদ’ সিনেমার নাম। ফলে ঈদুল ফিতরে ‘বরবাদ’, আর ঈদুল আযহায় ‘তাণ্ডব’—এটাই শাকিবের ২০২৫ সালের লাইনআপ।

‘তাণ্ডব’ সিনেমার চুক্তি সই অনুষ্ঠানে প্রযোজক, নায়ক ও পরিচালক। ছবি: সংগৃহীত
‘তাণ্ডব’ সিনেমার চুক্তি সই অনুষ্ঠানে প্রযোজক, নায়ক ও পরিচালক। ছবি: সংগৃহীত

গত কয়েক বছর ধরে ঢাকাই সিনেমা হয়ে উঠেছে দুই ঈদকেন্দ্রীক। বড় বাজেটের সিনেমাগুলো ঈদকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে। শাকিবের সাফল্যও আটকে আছে ঈদে। ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ কিংবা ‘তুফান’ সবই মুক্তি পেয়েছিল ঈদে। সাফল্যও পেয়েছিল। তবে তাঁর সর্বশেষ মুক্তি পাওয়া ‘দরদ’ এসেছিল ঈদ ছাড়া। ফলে সিনেমাটি একেবারেই আলোচনা তৈরি করতে পারেনি।

তাণ্ডবের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে আরেকটি কৌতূহল ঘুরপাক খাচ্ছে শাকিবভক্তদের মনে, এতে কে হবেন শাকিবের নায়িকা? গুঞ্জন উঠেছে, তাণ্ডবে শাকিবের বিপরীতে থাকবেন জয়া আহসান। যদিও চূড়ান্ত সত্যতা মেলেনি এখনো। বিষয়টি সত্য হলে প্রায় এক দশক পর ফের জুটি হিসেবে দেখা যাবে শাকিব-জয়াকে। ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ ও ২০১৬ সালে এর সিকুয়েলে দেখা গিয়েছিল তাঁদের।

‘নীলচক্র’ দিয়ে ঈদে ফিরছেন শুভ

ধাক্কাধাক্কিতে স্বস্তিকার অস্বস্তি, আর যাবেন না সিনেমার প্রিমিয়ারে

স্থগিত হলো বাজেটের ১০ শতাংশ ব্যাংকে রাখার নিয়ম

সাইফ আলী খান আসছেন ‘জুয়েল থিফ’ নিয়ে

মস্কো উৎসবে বিশেষ স্বীকৃতি পেল ‘মাস্তুল’

তিন দেশের ৪০ থিয়েটারে মুক্তি পাচ্ছে ‘জংলি’

শাকিবের স্বপ্ন এবার ১০০ কোটির

অসুস্থতার ভুয়া খবরে বিব্রত ববিতা

ফ্রান্স ও কানাডার দুই উৎসবে বাংলাদেশের ‘দাঁড়কাক’

প্রথমবার বড় পর্দায় ইমনের সঙ্গে দীঘি