বিনোদন প্রতিবেদক, ঢাকা
একটি বদ্ধ হোটেল। তুষার ঝড়ে সেখানে আটকে আছে কয়েকজন মানুষ। আর একটি মৃতদেহ। ওই হোটেলে থাকা সবাইকে দায়ী করা হয় খুনের অপরাধে। সবাই লড়তে থাকে নিজেদের নির্দোষ প্রমাণ করতে। এখান থেকেই শুরু হয় নতুন গল্পের।
কীভাবে ধরা পড়বে আসল খুনি? কীভাবে তারা নিজেদের নির্দোষ প্রমাণ করবে? ভাহিদ আমিরখানী পরিচালিত ইরানি সিনেমা ‘কিংস্লেয়ার’-এর গল্পে জানা যাবে সবটা।
বৃহস্পতিবার রাত ৮টায় দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে বাংলা ভাষায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। মাহনাজ আফসার, হাদি হেজাজিফার, মাজিদ সালেহি-সহ আরও অনেকে অভিনয় করেছেন ‘কিংস্লেয়ার’ সিনেমায়।
ইরানি সিনেমা ‘কিংস্লেয়ার’ ২০১৯ সালে মুক্তি পর বেশ আলোচনায় এসেছিল। চরকিতে ‘কিংস্লেয়ার’-সহ দেখা যাচ্ছে বাংলায় ডাব করা পিগ জেনে, জিরো ফ্লোর, মিরাকেল ইন সেল নং ৭-এর মতো বিদেশি ভাষার সিনেমাগুলো।