বিনোদন প্রতিবেদক, ঢাকা
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হোন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করায় তাঁকে ঢাকার বনানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবার সূত্রে জানা গেছে, ফারিয়ার খাবারে অনীহা ও মাথা ব্যথা ছিল। গত পরশু থেকে শরীর একটু বেশি দুর্বল হয়ে পড়ে। এরপর গতকাল রাতে হঠাৎ করে অচেতন হয়ে পড়েন তিনি।
গতকাল রাতে চিকিৎসা নেওয়ার পর ফারিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালো হয়। এ কারণে আজ শুক্রবার দুপুরে ফারিয়াকে বাসায় নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘শারীরিকভাবেও প্রচণ্ড দুর্বল। খাওয়া-দাওয়ায় খুবই অনিয়মের কারণে শারীরিক দুর্বলতাটা বেড়েছে। সঙ্গে গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিয়েছে। এখন দেখা যাক চিকিৎসক কী বলেন।’