হোম > বিনোদন > সিনেমা

‘আরিয়া ৩’-এ বিজয়

বিনোদন ডেস্ক

সাড়া জাগানো রোমান্টিক অ্যাকশন ছবি ‘আরিয়া’। সুকুমারের পরিচালনায় তেলুগু ভাষার এ ছবিটি মুক্তি পায় ২০০৪ সালে। এরপর তৈরি হয় ইতিহাস। মাত্র ৪ কোটি রুপি বাজেটের ‘আরিয়া’ আয় করে ৩০ কোটি রুপিরও বেশি। পাঁচ বছরের বিরতি নিয়ে ২০১৯ সালে মুক্তি পায় এ ছবির দ্বিতীয় সিক্যুয়েল ‘আরিয়া ২’। দুটি ছবিরই নায়ক আল্লু অর্জুন।

সম্প্রতি সুকুমার ঘোষণা দিয়েছেন ছবিটির তৃতীয় পর্ব নির্মাণ করবেন। এ ঘোষণায় স্বাভাবিকভাবেই উৎফুল্ল দক্ষিণী ছবির ভক্তরা। তবে খবর আরও একটা আছে, ‘আরিয়া ৩’ ছবিতে নাকি থাকছেন না আল্লু অর্জুন! তাঁর বদলে দেখা যাবে ‘অর্জুন রেড্ডি’ খ্যাত তারকা বিজয় দেবরাকোন্ডাকে, এমন খবর প্রকাশ করেছে তেলুগু বুলেটিন।

যদিও নির্মাতার তরফ থেকে ‘আরিয়া ৩’-এর অভিনয়শিল্পীদের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কিন্তু এটা নিশ্চিত যে সুকুমার তাঁর পরবর্তী প্রজেক্ট বিজয় দেবরাকোন্ডাকে নিয়েই তৈরি করছেন। নির্মাতা নিজেও জানিয়েছেন এ খবর। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বিজয়কে নিয়ে সুকুমারের পরবর্তী প্রজেক্টটিই হতে যাচ্ছে ‘আরিয়া ৩’। ছবির নায়ক বদল হলেও সাফল্যের ধারা বদলাবে না বলেই বিশ্বাস নির্মাতা সুকুমারের।

বর্তমানে সুকুমার ও আল্লু অর্জুন একসঙ্গে কাজ করছেন ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে। দুই পর্বের এ ছবির প্রথম পর্ব মুক্তি পাবে আগামী ১৭ ডিসেম্বর।

আমাকে দেখে দর্শক চমকে উঠবে

সুযোগ থাকলে ‘পদাতিক’ যেন দেশের হলে মুক্তি দেওয়া হয়

টালিউডে অভিষেকের দিনে মন খারাপ পরীমণির

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ জানালেন জয়া আহসান

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

ভাড়া কমিয়ে এফডিসিতে শুটিং বাড়ানোর উদ্যোগ

ঢাকায় ‘ইমার্জেন্সি’ নিষিদ্ধ হওয়ার মিথ্যা খবর ভারতীয় সংবাদমাধ্যমে

সুযোগ না থাকলে হয়তো নাটকেই থাকতাম

জনপ্রিয় হওয়ার বাসনা মানুষকে পরাজিত করছে

সেকশন